আজকের আলোচিত ছবি: ১৩ অক্টোবর ২০২৩
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে নানান ঘটনা। এসব ঘটনার ছবি নিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
২০৭১ সালের মধ্যে বাংলাদেশ ভূমিকম্প সহনীয় রাষ্ট্রে পরিণত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান। আজ রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। ছবি: নাহিদ সাব্বির
-
আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. শাম্মী আহমেদ বলেছেন, বিভিন্ন দেশের সঙ্গে আমাদের সম্পর্ক ও আন্তর্জাতিক নানান ইস্যুতে আমাদের চিন্তা জানতে চেয়েছে মার্কিন প্রতিনিধিদল।’ শুক্রবার সফররত মার্কিন প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে তিনি এসব কথা বলেন। ছবি: জাগো নিউজ
-
বগুড়ার শেরপুরে শিক্ষার্থীদের ডিম খাওয়ানোর মধ্যদিয়ে পালিত হলো বিশ্ব ডিম দিবস। আজ এ কর্মসূচির সূচনা করেন এমপি হাবিবর রহমান। ছবি: জাগো নিউজ
-
ব্যাংকিং খাতে চরম অব্যবস্থাপনা, লাগামহীন দুর্নীতি, অর্থপাচারে দেশের অর্থনীতি ‘ফোকলা’ বা ‘ফাঁপা’ হয়ে গেছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এ সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। ছবি: জাগো নিউজ
-
আজ ইসরায়েল যখন ভূমি থেকে অভিযান শুরু করার প্রস্তুতি নিচ্ছে তখন ফের রকেট হামলা শুরু করেছে হামাস। ছবি: সংগৃহীত