আজকের আলোচিত ছবি: ১০ অক্টোবর ২০২৩
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে নানান ঘটনা। এসব ঘটনার ছবি নিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ মুন্সিগঞ্জের লৌহজংয়ের মাওয়া রেলওয়ে স্টেশনে পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের ঢাকা-ভাঙ্গা অংশের উদ্বোধন অনুষ্ঠানে পৌঁছে অনুষ্ঠানে আগত অতিথিদের হাত নেড়ে শুভেচ্ছা জানান। ছবি: ইয়াসিন কবির জয়
-
প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঙ্গলবার সকালে মুন্সীগঞ্জের মাওয়া রেলস্টেশনে আয়োজিত সুধী সমাবেশে ঢাকা থেকে ফরিদপুরের ভাঙ্গা পর্যন্ত পথে ট্রেন চলাচলের উদ্বোধন করেন। উদ্বোধনের আনুষ্ঠানিকতা শেষ করে তিনি নতুন এই পথে ট্রেনে করে ফরিদপুরের ভাঙ্গা রওনা হন। ছবি: ইয়াসিন কবির জয়
-
প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা শেখ রেহানা ও পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে আজ বিকেলে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানিয়ে দোয়া মোনাজাত করেন। ছবি: ইয়াসিন কবির জয়
-
ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে চলমান সংঘাতে ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে সমাবেশ করেছেন কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা। আজ বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবনের উত্তর গেটে সমাবেশটি অনুষ্ঠিত হয়। ছবি: রুমি নোমান
-
ইসরায়েলের চলমান আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদের পাশাপাশি ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে মর্যাদা দেওয়ার দাবি জানিয়েছেন সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আজ দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে তারা এ দাবি জানান। ছবি: নাঈম আহমেদ শুভ
-
নোবেল জয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন বেঁচে আছেন। গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন তার মেয়ে নন্দনা সেন। তিনি জানিয়েছেন, সোমবার রাত পর্যন্ত বাবার সঙ্গেই কাটিয়েছেন তিনি। এর আগে বিভিন্ন গণমাধ্যমে অমর্ত্য সেনের মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়ে। ছবি: সংগৃহীত