আজকের আলোচিত ছবি: ০৮ অক্টোবর ২০২৩
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে নানান ঘটনা। এসব ঘটনার ছবি নিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
জাপানের পররাষ্ট্র বিষয়ক সংসদীয় উপমন্ত্রী কোমুরা মাসাহিরো বলেন, জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের মাতৃভূমি মিয়ানমারে মর্যাদাপূর্ণ প্রত্যাবর্তন চায়। আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গণভবনে সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন। ছবি: ইয়াসিন কবির জয়
-
ওষুধ কোম্পানিগুলো থেকে নেওয়া অর্থ নিয়ে চিকিৎসকদের ‘ভাবা উচিত’ বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। আজ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। ছবি: জাগো নিউজ
-
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বিএনপি যতই আস্ফালন করুক, এ নির্বাচন কমিশনের অধীনেই যথাসময়ে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। আজ বিকেলে নোয়াখালীর চাটখিল থানার নবনির্মিত ব্যারাক হাউজ ও কনফারেন্স হলের উদ্বোধন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন মন্ত্রী। ছবি: জাগো নিউজ
-
রাজশাহীতে শেষ হলো প্রাণ-আরএফএল গ্রুপের চাকরিমেলা। মেলায় অন্তত এক হাজার প্রার্থী অংশ নেন। আজ সকাল সাড়ে ৯টায় রাজশাহী কলেজ অডিটরিয়ামে আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন করেন রাজশাহী কলেজের অধ্যক্ষ আব্দুল খালেক। বিকেল ৫টায় মেলা শেষ হয়। ছবি: জাগো নিউজ
-
ফিলিস্তিনের পাশাপাশি ইসরায়েলেও নিহতের সংখ্যা বাড়ছে উল্লেখযোগ্য হারে। শেষ খবর পাওয়া পর্যন্ত ইসরায়েলে নিহতের সংখ্যা বেড়ে ৬০০ ছাড়িয়েছে। নিহতদের মধ্য সাধারণ মানুষের পাশাপাশি সামরিক বাহিনীর সদস্যও রয়েছে। ছবি: সংগৃহীত