আজকের আলোচিত ছবি: ০২ অক্টোবর ২০২৩
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে নানান ঘটনা। এসব ঘটনার ছবি নিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
যুক্তরাষ্ট্রের ভিসানীতি নিয়ে যেসব কথা বলা হচ্ছে সবই অতিরঞ্জিত বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আজ সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা জানান। ছবি: মাসুদ রানা
-
কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক বলেছেন, একসময় আশ্বিন-কার্তিক মাসে উত্তরবঙ্গের বিভিন্ন এলাকায় মঙ্গা হতো। এখন অশ্বিন মাস চলছে। তারপরও চালের কোনো সংকট নেই। আজ রাজধানীতে একটি কৃষি সম্মেলনে তিনি এসব কথা বলেন। ছবি: জাগো নিউজ
-
মাদারীপুরে ক্যাডার কম্পোজিশনের সুরক্ষা, পদোন্নতি, পদসৃজন, স্কেল আপগ্রেডেশন ও আন্তঃক্যাডার বৈষম্য নিরসনের দাবিতে কর্মবিরতি করেছেন শিক্ষকরা। আজ দিনব্যাপী মাদারীপুর সরকারি কলেজে এ কর্মসূচি পালন করেন বিসিএস সাধারণ শিক্ষা ক্যডারভুক্ত কর্মকর্তারা। ছবি: আয়শা আক্তার আকাশী
-
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পির সৈয়দ রেজাউল করীম বলেছেন, দেশের ১২টা বেজে গেছে। এ সরকারের অধীনে আর কোনো নির্বাচন নয়, ক্ষমতাপ্রেমীদের মসনদ ভেঙে বঙ্গোপসাগরে ফেলা হবে। আজ বিকেলে মুন্সিগঞ্জে জেলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। ছবি: আরাফাত রায়হান সাবিক
-
নিজেদের প্রথম হাইস্পিড রেলওয়ে চালু করলো ইন্দোনেশিয়া। অত্যাধুনিক প্রযুক্তির ট্রেনটির সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৩৫০ কিলোমিটার। চীনের বেল অ্যান্ড রোড ইনিশিয়েটিভের (বিআরআই) আওতায় উচ্চাভিলাষী এ প্রকল্পে খরচ হয়েছে মোট ৭৩০ কোটি মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৮০ হাজার ৮২৭ কোটি টাকা। ছবি: সংগৃহীত