আজকের আলোচিত ছবি: ০১ অক্টোবর ২০২৩
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে কত রকম গুরুত্বপূর্ণ ঘটনা। সেসব গুরুত্বপূর্ণ ঘটনার ছবি দিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমাটি আগামী ১৩ অক্টোবর বাংলাদেশে মুক্তি পাবে। মুক্তি উপলক্ষে আজ রাজধানীর একটি হোটেলে প্রকাশ করা হয়েছে ট্রেলার। সেখানেই মুক্তির আনুষ্ঠানিক ঘোষণা দেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। গত ৩১ জুলাই বিনা কর্তনে সেন্সর ছাড়পত্র পায় সিনেমাটি। ছবি: পিআইডি
-
যুক্তরাষ্ট্রের কনস্যুলার অ্যাফেয়ার্স বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী রেনা বিটার দুই দিনের সরকারি সফরে ঢাকায় এসেছেন। আজ বিকেলে তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব রিয়ার অ্যাডমিরাল (অব.) মো. খুরশেদ আলমের সঙ্গে বৈঠকে বসেন। ছবি: জাগো নিউজ
-
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নবনিযুক্ত কমিশনার হাবিবুর রহমান। আজ সকালে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন নবনিযুক্ত ডিএমপি কমিশনার। ছবি: জাগো নিউজ
-
প্রধানমন্ত্রী এবং আইনমন্ত্রীর তামাশার হিংসাবৃত্তে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উন্নত চিকিৎসা আটকে রাখা হয়েছে বলে মন্তব্য করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আজ বিকেলে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। ছবি: জাগো নিউজ
-
স্পেনে অগ্নিকাণ্ডে ছয়জন নিহত হয়েছে। দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলীয় মুরসিয়া শহরের একটি নাইটক্লাবে অগ্নিকাণ্ডের খবর নিশ্চিত করেছে স্থানীয় কর্তৃপক্ষ। দেশটির আতালায়াস এলাকায় অবস্থিত জনপ্রিয় টেট্রি নাইটক্লাবে স্থানীয় সময় সকাল ৬টার দিকে আগুনের সূত্রপাত হয়। ছবি: সংগৃহীত
-
৯৯৯-এ কলের সূত্র ধরে গভীর সমুদ্রে ডুবতে থাকা একটি লাইটার জাহাজের ১৩ ক্রুকে জীবিত উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। আজ দুপুরে কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য নিশ্চিত করেন। ছবি: সংগৃহীত