আজকের আলোচিত ছবি: ২৯ সেপ্টেম্বর ২০২৩
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে নানান ঘটনা। এসব ঘটনার ছবি নিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় মায়ের জন্মদিন উপলক্ষে নিজের গলফ ক্লাবে নৈশভোজের আয়োজন করেন প্রধানমন্ত্রীর পুত্র সজীব ওয়াজেদ (জয়)। বাংলাদেশ সময় শুক্রবার ভোর ৫টা ৩৭ মিনিটে (যুক্তরাষ্ট্র সময় বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা ৩৭ মিনিট) ফেসবুকে এ ছবি পোস্ট করে এ কথা জানিয়েছেন সজীব ওয়াজেদ নিজেই। ছবি: ফেসবুক
-
জাপান রোবট দিয়ে কাপড় কাটিয়ে পোশাক বানানো শুরু করলে বাংলাদেশের পোশাকখাত ঝুঁকিতে পড়বে বলে মন্তব্য করেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। আজ সকালে রাজধানীতে ষষ্ঠ বাংলাদেশ রোবট অলিম্পিয়াডের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ছবি: জাগো নিউজ
-
বিএনপির ভাইস-চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, ‘বিপদ ধেয়ে আসছে। আমার ৫০ বছরের রাজনৈতিক জীবনে এত সংকটময় সময় দেখিনি।’ আজ প্রেস ক্লাবে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ছবি: জাগো নিউজ
-
বরিশালে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে ৭৭টি ট্রলার নিয়ে র্যালি অনুষ্ঠিত হয়েছে। ব্যতিক্রমী র্যালিটি দেখতে সন্ধ্যা নদীর দুই পাড়ে অসংখ্য মানুষ ভিড় করে। আজ বিকেলে জেলার বানারীপাড়া উপজেলা পৌর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন র্যালির আয়োজন করেন। ছবি: শাওন খান
-
পাকিস্তানের বেলুচিস্তানে ঈদে মিলাদুন্নবির মিছিলের কাছে আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটেছে। এতে এখন পর্যন্ত ৫২ জনের নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আহত হয়েছে বহু। নিহতদের মধ্যে একজন পুলিশ কর্মকর্তাও রয়েছেন। আজ পাকিস্তাানভিত্তিক সংবাদমাধ্যম ডনের এক প্রতিবেদনে এ তথ্য জাননো হয়েছে। ছবি: সংগৃহীত