আজকের আলোচিত ছবি: ২৬ সেপ্টেম্বর ২০২৩
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে নানান ঘটনা। এসব ঘটনার ছবি নিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলছেনে, যুক্তরাষ্ট্রের ভিসানীতি নিয়ে খুব সমালোচনা চলছে। কে কী বললো, এগুলা এখন বিবেচনার বিষয় না। আজ জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। ছবি: জাগো নিউজ
-
দেশে প্রথমবারের মতো বিশ্বমানের ‘স্মার্ট চিলড্রেন কার্নিভ্যাল’ অনুষ্ঠিত হতে যাচ্ছে। চার দিনব্যাপী এ কার্নিভ্যাল শুরু হচ্ছে ২৭ সেপ্টেম্বর। আজ শিল্পকলা একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। ছবি: জাগো নিউজ
-
হিরক রাজার মতো বর্তমান সরকারেরও শেষ পরিণতি হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। আরও সকাল সাড়ে ১০টায় কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা রোড মার্চের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। ছবি: জাগো নিউজ
-
কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন করেছেন জতিসংঘের নিরাপত্তা ও সুরক্ষা বিষয়ক সহকারী মহাসচিব উনাইসি লুতু ভুনিওয়াকা। আজ দুপুরে তিনি উখিয়া উপজেলার কুতুপালং ২ নম্বর রোহিঙ্গা ক্যাম্প রিদর্শন করেন। ছবি: জাগো নিউজ
-
আজারবাইজানের বিতর্কিত নাগোরনো-কারাবাখ অঞ্চলে একটি জ্বালানি ডিপোতে বিস্ফোরণের ঘটনায় ২০ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও কয়েকশ মানুষ। স্থানীয় আর্মেনিয়া কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে। প্রায় ৩০০ মানুষকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে খবর পাওয়া গেছে। ছবি: সংগৃহীত