আজকের আলোচিত ছবি: ২২ সেপ্টেম্বর ২০২৩
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে নানান ঘটনা। এসব ঘটনার ছবি নিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
বাংলাদেশের সঙ্গে বিদ্যমান দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক বাড়াতে আগ্রহী ভিয়েতনাম। আজ বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে ভিয়েতনামের ন্যাশনাল অ্যাসেম্বলির (এনএ) চেয়ারম্যান ভুং দিন হিউয়ের নেতৃত্বে একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎকালে এ আগ্রহ প্রকাশ করেন। ছবি: ইয়াসিন কবির জয়
-
যুক্তরাষ্ট্রে সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে নিউইয়র্কের জাতিসংঘ সদর দফতরে জাতিসংঘ মহাসচিবের গণহত্যা প্রতিরোধ বিষয়ক বিশেষ উপদেষ্টা আন্ডার সেক্রেটারি জেনারেল অ্যালিস ওয়াইরিমু এনদেরিতু দ্বিপাক্ষিক বৈঠক করেন। ছবি: ইয়াসিন কবির জয়
-
রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে প্রচেষ্টা আরো বহুগুণ বাড়াতে বৈশ্বিক সম্প্রদায়ের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশনে তিনি এ কথা বলেন। ছবি: ইয়াসিন কবির জয়
-
বর্তমান সরকারের প্রতি পশ্চিমাবিশ্বসহ কোনো গণতান্ত্রিক রাষ্ট্রের সমর্থন নেই বলে মন্তব্য করেছেন ১২ দলীয় জোটের নেতারা। সরকার পতনের একদফা দাবিতে আজ বিকেলে রাজধানীর বিজয়নগর পানির টাংকির সামনে আয়োজিত বিক্ষোভ সমাবেশে জোট নেতারা এসব কথা বলেন। ছবি: জাগো নিউজ
-
গণতন্ত্র নিয়ে পশ্চিমা দেশগুলোকে লেকচার দেওয়া বন্ধ করতে বলেছেন পশ্চিম আফ্রিকার দেশ গিনির জান্তা শাসক কর্নেল মামাদি ডুমবুইয়া। তার দাবি, পশ্চিমাদের চাপিয়ে দেওয়া গণতান্ত্রিক মডেল আফ্রিকার দেশগুলোতে কাজ করে না। ছবি: সংগৃহীত