আজকের আলোচিত ছবি: ২০ সেপ্টেম্বর ২০২৩
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে নানান ঘটনা। এসব ঘটনার ছবি নিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
যুক্তরাষ্ট্র সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘ সদর দপ্তরে সিআর-১১ তে বাংলাদেশ, অ্যান্টিগা এবং বারমুডা, ভুটান, চীন, মালয়েশিয়া, চ্যাথাম হাউস এবং সূচনা ফাউন্ডেশনের যৌথ আয়োজনে কমিউনিটি ক্লিনিকভিত্তিক চিকিৎসাসেবা বিষয়ক উচ্চপর্যায়ের সাইড ইভেন্টে অংশগ্রহণ করেন। ছবি: ইয়াসিন কবির জয়
-
শুধু শমসের মবিন চৌধুরী ও তৈমূর আলম খন্দকার নন, আরও বহুজন বিএনপি থেকে পালাবেন বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। আজ সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। ছবি: জাগো নিউজ
-
স্বাধীনতাবিরোধীদের মুক্তিযোদ্ধা বানানো ও নকল মুক্তিযোদ্ধা সদস্যদের সকল কার্যক্রম অবৈধ ঘোষণাসহ সাতদফা দাবিতে বিক্ষোভ মিছিল ও জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সি (জামুকা) ঘেরাও কর্মসূচি করেছে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কেন্দ্রীয় কমিটি। আজ বেলা ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে এ দাবি ঘোষণা করে বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করেন তারা। ছবি: রায়হান আহমেদ
-
আওয়ামী লীগের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক ও সাবেক সচিব কবির বিন আনোয়ার বলেছেন, এদেশে দ্রব্যমূল্য বৃদ্ধির জন্য সিন্ডিকেট দায়ী। আজ দুপুরে ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগ আয়োজিত রোড টু স্মার্ট বাংলাদেশ কর্মসূচি উদ্বোধন ও সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। ছবি: জাগো নিউজ
-
আজারবাইজান থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া বিতর্কিত নাগোরনো-কারাবাখ অঞ্চলে নতুন করে সংঘাত শুরু হয়েছে। ওই অঞ্চলে সামরিক অভিযান চালাচ্ছেন আজারবাইজানের সেনাবাহিনী। এখন পর্যন্ত সেখানে ২৭ জন নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। দুদিন ধরে ওই অঞ্চলে অভিযান চালাচ্ছে আজারবাইজানের সেনারা। ছবি: সংগৃহীত