আজকের আলোচিত ছবি: ১৯ সেপ্টেম্বর ২০২৩
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে নানান ঘটনা। এসব ঘটনার ছবি নিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে অবৈধ আগ্নেয়াস্ত্র যেন দেশের ভেতরে প্রবেশ করতে না পারে সে বিষয়ে পুলিশ প্রশাসনকে কঠোর ব্যবস্থা নিতে সুপারিশ করেছে একাদশ জাতীয় সংসদের পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। আজ সংসদ ভবনে ১৫তম বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি মো. দবিরুল ইসলাম। ছবি: জাগো নিউজ
-
এসডিজি অর্জনে বিশ্বে সবচেয়ে বেশি সাফল্য দেখিয়েছে বাংলাদেশ বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সভাপতি সাদ্দাম হোসেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে উন্নয়ন ও গণতন্ত্রের কথা বলেন সেই গণতন্ত্রকে শুধু ভোটাধিকার ও একদিনের উৎসবের মধ্যে সীমাবদ্ধ রাখেন না। আজ রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। ছবি: মনির হোসেন মাহিন
-
পরবর্তী ব্যাচের সঙ্গে কোর্স তোলার সিদ্ধান্ত বাতিল করে পরীক্ষার দাবিতে দ্বিতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের স্নাতকোত্তরের শিক্ষার্থীরা। আজ বিশ্ববিদ্যালয়ের বি বিল্ডিংয়ের সামনে দ্বিতীয় দিনের অবস্থান কর্মসূচি শুরু করেন শিক্ষার্থীরা। ছবি: নাঈম আহমদ শুভ
-
চাঁদপুরে হাজীগঞ্জ বাজারে ভেজাল বিরোধী অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চাঁদপুর জেলা শাখার সহকারী পরিচালক নূর হোসেন রুবেল। ছবি: জাগো নিউজ
-
পেরুতে একটি বাস খাদে পড়ে কমপক্ষে ২৪ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ২১ জন। বাসটি রাতের বেলা পেরুর হুয়ানকায়ো থেকে হুয়ান্তা শহরের মধ্যবর্তী আন্দিজ পর্বতমালার রাস্তা দিয়ে যাওয়ার সময় ৬৫০ ফুট গভীর খাদে পড়ে যায়। এতে ওই হতাহতের ঘটনা ঘটে। ছবি: জাগো নিউজ