আজকের আলোচিত ছবি: ১৬ সেপ্টেম্বর ২০২৩
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে নানান ঘটনা। এসব ঘটনার ছবি নিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, আমাদের প্রধানমন্ত্রী পাঁচ ওয়াক্ত নামাজ সময়মতো আদায় করেন। তাহাজ্জুদের নামাজ পড়েন। আজ দুপুরে বিকেএমইএ ভবনে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। ছবি: মোশ্বির শ্রাবণ
-
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মাহবুব-উল আলম হানিফ বলেছেন, দলের প্রতিষ্ঠাতা হত্যার বিচার বিএনপি করেনি। সে কারণে যে কোনো অন্যায়-অপরাধের বিচার হলেই বিএনপি মনে করে এটি সঠিক হয়নি। আজ সকালে কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। ছবি: আল মামুন সাগর
-
মহান স্বাধীনতার ৫২ বছরে বাংলাদেশে ধর্মভিত্তিক শিক্ষার প্রসার ঘটেছে বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক কাবেরী গায়েন। আজ রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) মিলনায়তনে এ সেমিনারের তিনি এ কথা বলেন। ছবি: জাগো নিউজ
-
মায়ের সঙ্গে ঢাকা গিয়ে হারিয়ে যান দুই ভাই। প্রায় ২৫ বছর পর ছোট ভাই মো. মাইদুল ইসলাম ফিরে এসেছেন। তবে বড় ভাই মতিয়ার রহমান এখনো নিখোঁজ। মাইদুল ইসলামকে ফিরে পেয়ে আনন্দে আত্মহারা এলাকাবাসী। ছবি: ফজলুল করিম ফরাজী
-
শক্তিশালী ঘূর্ণিঝড় আর ভয়াবহ বন্যায় বিপর্যস্ত হয়ে পড়েছে লিবিয়ার দেরনা শহর। চারদিকে লাশের গন্ধে আকাশ ভারী হয়ে উঠেছে। দিন-রাত মরদেহ উদ্ধার আর নিখোঁজদের সন্ধানে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন উদ্ধারকর্মীরা। দিন শেষে রাত নেমে আসলেও তাদের কাজ ফুরাচ্ছে না। ছবি: সংগৃহীত