আজকের আলোচিত ছবি: ১৫ সেপ্টেম্বর ২০২৩
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে নানান ঘটনা। এসব ঘটনার ছবি নিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বিকেলে জাতীয় জাদুঘরের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব মিলনায়তনে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিল্পী শাহাবুদ্দিন আহমেদের চিত্রকর্মের মাসব্যাপী বিশেষ প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখেন। ছবি: ইয়াসিন কবির জয়
-
জীবাশ্ম জ্বালানি বন্ধ ও জলবায়ু ন্যায্যতার দাবিতে সিলেটে সাইকেল র্যালির আয়োজন করেছে পরিবেশবাদী বিভিন্ন সংগঠন। আজ সকাল সাড়ে ৮টার দিকে এ কর্মসূচির উদ্বোধন করেন সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. জহিরুল হক। ছবি: ছামির মাহমুদ
-
আজ উদ্বোধনের মধ্যদিয়ে এ অ্যাপের আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে। আজ সকালে পুলিশ কমিশনার কার্যালয়ের হলরুমে রংপুর মেট্রোপলিটন পুলিশের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এতথ্য জানান পুলিশ কমিশনার মো. মনিরুজ্জামান। ছবি: জিতু কবীর
-
তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনে বিএনপি হেরে গেলেও তাতে কোনো আপত্তি থাকবে না বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান। আজ বিকেলে রাজধানীর নয়াপল্টনে এক বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন আব্দুল মঈন খান। ছবি: জাগো নিউজ
-
লিবিয়ার পূর্বাঞ্চলীয় দারনা শহরে বাঁধভাঙা বন্যায় মৃতের সংখ্যা ১১ হাজার ছাড়িয়েছে। এই সংখ্যা শেষ পর্যন্ত ২০ হাজারে পৌঁছাতে পারে বলে আশঙ্কা করছেন শহরটির মেয়র। কারণ এখনো বহু মানুষ নিখোঁজ রয়েছেন। সাগরের পানিতে ভেসে আসছে একের পর এক মরদেহ। ছবি: সংগৃহীত