আজকের আলোচিত ছবি: ১১ সেপ্টেম্বর ২০২৩
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে নানান ঘটনা। এসব ঘটনার ছবি নিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
বাংলাদেশে সফররত ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রো ও বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ প্রধানমন্ত্রীর কার্যালয়ে দ্বিপাক্ষিক বৈঠক করেন। ছবি: ইয়াসিন কবির জয়
-
ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রোকে আজ সকালে ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘর বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা শেখ রেহানা ও বঙ্গবন্ধুর দৌহিত্র রাদওয়ান মুজিব সিদ্দিক ববি ঘুরিয়ে দেখান। ছবি: ইয়াসিন কবির জয়
-
বাংলাদেশে সফররত ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রো ও বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে একান্ত বৈঠক করেন। ছবি: ইয়াসিন কবির জয়
-
ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ ঢাকার ধানমন্ডিতে সংগীতশিল্পী, গীতিকার, বাদ্যযন্ত্রী অভিনেতা রাহুল আনন্দের বাসায় সময় কাটালেন। আজ সন্ধ্যায় ঢাকায় পৌঁছে রাত পৌনে ১২টার দিকে তিনি উপস্থিত হন রাহুলের বাসায়। ছবি: সংগৃহীত
-
গাজীপুর সিটি করপোরেশনের মেয়র পদে দায়িত্ব নিয়েছেন মো. জাহাঙ্গীর আলমের মা জায়েদা খাতুন। বাংলাদেশের সর্ববৃহৎ সিটি করপোরেশনের প্রথম নারী মেয়র হিসেবে তিনি আজ তার কার্যকাল শুরু করেছেন। ছবি: জাগো নিউজ
-
মরক্কোয় গত শুক্রবারের শক্তিশালী ভূমিকম্পে এ পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ১২২ জনে। আহত হয়েছেন প্রায় আড়াই হাজার মানুষ। ৬ দশমিক ৮ মাত্রার ওই ভূমিকম্পে রীতিমতো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে উত্তর আফ্রিকান দেশটির বহু গ্রাম। তেমনই একটির নাম তাফেঘাঘতে। ছবি: সংগৃহীত