আজকের আলোচিত ছবি: ১০ সেপ্টেম্বর ২০২৩
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে নানান ঘটনা। এসব ঘটনার ছবি নিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
ভারতে এবার জি-২০ সম্মেলনে অংশ নেওয়ার সময়ের প্রধানমন্ত্রী শেখ হাসিনার অংশ বেশ কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় এসেছে। এর মধ্যে আজ ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাকের সঙ্গে এ ছবিটি আজ তুমুল আলোচনায় এসেছে। ছবি: সংগৃহীত
-
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আন্তরিকতাপূর্ণ পরিবেশে কথা বলছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক আলাপ করছেন। ছবি: সংগৃহীত
-
ভারতে জি-২০ সম্মেলনে যোগদান শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট বিকেল সাড়ে ৩টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। ছবি: ইয়াসিন কবির জয়
-
আমিনবাজার ল্যান্ডফিলে বর্জ্য পুড়িয়ে বিদ্যুৎ তৈরির কেন্দ্র নির্মাণে প্রাথমিক কাজ শুরু হয়েছে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম। আজ দুপুরে ঢাকার বনানীতে শেরাটন হোটেলে ক্লাইমেট পার্লামেন্ট বাংলাদেশ আয়োজিত এক প্যানেল আলোচনায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা জানান। ছবি: জাগো নিউজ
-
মরক্কোতে শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা দুই হাজার ছাড়িয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল জানিয়েছে, এ দুর্যোগে নিহত দুই হাজার ১২ জনে পৌঁছেছে। তাছাড়া এখন পর্যন্ত দুই হাজার ৫০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে, যাদের মধ্যে অনেকের অবস্থা খুবই আশঙ্কাজনক। ছবি: সংগৃহীত