আজকের আলোচিত ছবি: ৭ সেপ্টেম্বর ২০২৩
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে কত রকম গুরুত্বপূর্ণ ঘটনা। সেসব গুরুত্বপূর্ণ ঘটনার ছবি দিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ইন্দোনেশিয়ার জাকার্তায় ১৮তম ইস্ট এশিয়া সামিটে বক্তৃতা করেন। জাকার্তা কনভেনশন সেন্টারে (জেসিসি) অ্যাসোসিয়েশন অব সাউথইস্ট এশিয়ান নেশনসের (আসিয়ান) ৪৩তম শীর্ষ সম্মেলন এবং ১৮তম ‘পূর্ব এশিয়া শীর্ষ সম্মেলনে’ যোগ দিতে ইন্দোনেশিয়া সফরে রয়েছেন রাষ্ট্রপতি। ছবি: পিআইডি
-
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবনে ‘শুভ জন্মাষ্টমী’ উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে বক্তৃতা করেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়। ছবি: পিআইডি
-
পদ্মা বহুমুখী সেতুতে সড়কপথে যানবাহন চালুর পর এবার রেল চলাচলের জন্য পরীক্ষামূলক চালু হয়েছে ট্রেন। আজ সকাল ১০টা ৭ মিনিটে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ট্রেনটি যাত্রা করে। দুপুর ১২টা ১৭ মিনিটে ফরিদপুরের ভাঙ্গা স্টেশনে পৌঁছায়। ২ ঘণ্টা ১০ মিনিটে ৮২ কিলোমিটার পথ পাড়ি দেয় ট্রেনটি। ছবি: জাগো নিউজ
-
ঢাকা-ভাঙ্গা রেল চলাচল আগামী ১০ অক্টোবর উদ্বোধন করা হবে। তারপর খুব অল্প সময়ের মধ্যেই বাণিজ্যিকভাবে ট্রেন চলাচল করবে। আগামী বছরের জুন মাসেই যশোর পর্যন্ত এ প্রকল্পের কাজ শেষ হবে। আজ দুপুর পৌনে ১টায় ফরিদপুরের ভাঙ্গা স্টেশনে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন। ছবি: জাগো নিউজ
-
বলিউড বাদশা শাহরুখ খানের ‘জওয়ান’ বাংলাদেশের সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েছে। ভারতসহ অন্য দেশের মতো বাংলাদেশের সিনেমা হলেও দেখা যাবে সিনেমাটি। আজ রাতেই ঢাকার সিনেপ্লেক্সগুলোতে ‘জওয়ান’ মুক্তি পাচ্ছে। এ খবরে উচ্ছ্বসিত শাহরুখভক্তরা। ছবি: মাসুম জয়