আজকের আলোচিত ছবি: ৫ সেপ্টেম্বর ২০২৩
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে নানান ঘটনা। এসব ঘটনার ছবি নিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আজ এখানে জাকার্তা কনভেনশন সেন্টারের (জেসিসি) প্লেনারি হলে অ্যাসোসিয়েশন অব সাউথইস্ট এশিয়ান নেশনস (আসিয়ান) এর ৪৩তম শীর্ষ সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে যোগ দিয়েছেন। ছবি: ইয়াসিন কবির জয়
-
একনেক চেয়াপার্সন ও বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে আজ সকালে রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে ২০২৩-২৪ অর্থবছরের তৃতীয় একনেক সভা অনুষ্ঠিত হয়। ছবি: সংগৃহীত
-
সাইবার নিরাপত্তা আইনের খসড়ায় ৮টি ধারায় অপরাধের সংজ্ঞা ও এই আইনের প্রক্রিয়া আরও সুস্পষ্ট করার সুপারিশ করেছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন। আজ আইনমন্ত্রী আনিসুল হকের কাছে বিএফইউজের পক্ষে এ প্রস্তাব করেন জ্যেষ্ঠ সাংবাদিক মনজুরুল আহসান বুলবুল। ছবি: জাগো নিউজ
-
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ১০৬ নম্বর ওয়ার্ড থেকে চুরি হয় নবজাতক আব্দুল্লাহ। পরে তাকে উদ্ধার করে পুলিশ। ওই নবজাতক ও তার মা শাহিনা আক্তারকে আজ রিলিজ (ছাড়পত্র) দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। আজ বেলা সাড়ে ১১টার দিকে তাদের বিদায়ী সংবর্ধনা দেওয়া হলেও বিকেল ৩টার দিকে হাসপাতাল ত্যাগ করেন তারা। ছবি: জাগো নিউজ
-
বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়েছে। বোতলজাত সব ধরনের পানির হঠাৎ মূল্যবৃদ্ধি, যা অন্যায়, অযৌক্তিক ও ভোক্তাস্বার্থবিরোধী বলে মন্তব্য করেছে কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)। সংগঠনটি অবিলম্বে বোতলজাত পানির অযৌক্তিক বাড়তি দাম বাতিলসহ চার দফা দাবি জানিয়েছে। ছবি: জাগো নিউজ
-
সম্প্রতি রাশিয়ার বিরুদ্ধে পাল্টা হামলা শুরু করেছে ইউক্রেন। রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই সুইগু জানিয়েছেন, এই হামলা শুরু পর ৬৬ হাজারের বেশি সেনা হারিয়েছে ইউক্রেন। একই সঙ্গে দেশটি সাত হাজারের বেশি অস্ত্র খুইয়েছে। আজ রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম তাসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ছবি: সংগৃহীত