আজকের আলোচিত ছবি: ৪ সেপ্টেম্বর ২০২৩
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে নানান ঘটনা। এসব ঘটনার ছবি নিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে আজ সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রী পরিষদ সভাকক্ষে মন্ত্রীপরিষদের সভা অনুষ্ঠিত হয়। ছবি: ইয়াসিন কবির জয়
-
মশা যে পর্যন্ত না কমবে সে পর্যন্ত ডেঙ্গুরোগী কমবে না এবং মৃত্যুও কমবে না এমন মন্তব্য করে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, মশা একবার উড়ে গেলে তো নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। আজ সচিবালয়ে চীনের সিনোভ্যাক্স ফাউন্ডেশনের দেওয়া ডেঙ্গুর ২০ হাজার টেস্টিং কিট হস্তান্তর অনুষ্ঠানে এ কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। ছবি: সাইদ শিপন
-
প্রত্যেক বছর ইন্টার্ন করার সুযোগ দেবে সরকারি, বেসরকারি, আধাসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। মেয়াদ হবে ৩ থেকে ৬ মাস। এজন্য নির্দিষ্ট হারে দেওয়া হবে ভাতা। আজ প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়েছে। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন এ তথ্য জানান। ছবি: মাসুদ রানা
-
তৃতীয় দিনের মতো সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছে বন থেকে লোকালয়ে ছুটে আসা বানর। এর আগে আরও দুবার তাকে চিকিৎসা দেওয়া হয়। আজ দুপুরে চিকিৎসা শেষে প্রাণিসম্পদ বিভাগ ও বনবিভাগের লোকজন প্রাণীটিকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে নিয়ে গেছেন। ছবি: জাগো নিউজ
-
চতুর্থ গণবিজ্ঞপ্তিতে দ্রুত চূড়ান্ত সুপারিশের দাবিতে মানববন্ধন করেছেন প্রাথমিক সুপারিশপ্রাপ্ত চাকরিপ্রার্থীরা। আজ সকাল ১০টার দিকে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের কার্যালয়ের সামনে এ মানববন্ধন করেন তারা। এতে কয়েকশ চাকরিপ্রার্থী অংশ নেন। ছবি: জাগো নিউজ
-
তাইওয়ানের পূর্ব ও দক্ষিণাঞ্চলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় হাইকুই। এর প্রভাবে ৩০ হাজারের বেশি মানুষ বিদ্যুৎবিচ্ছিন্ন অবস্থায় দিন কাটাচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ করে যাচ্ছে স্থানীয় কর্তৃপক্ষ। ছবি: সংগৃহীত