আজকের আলোচিত ছবি: ৩ সেপ্টেম্বর ২০২৩
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে নানান ঘটনা। এসব ঘটনার ছবি নিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সকালে নৌবাহিনীর সদর দপ্তরের নৌপ্রধানের সচিবালয়ে ‘বাংলাদেশ নৌবাহিনী ও বাংলাদেশ বিমান বাহিনী নির্বাচনী পর্ষদ- ২০২৩’ সভায় বক্তব্য রাখেন। ছবি: ইয়াসিন কবির জয়
-
অবশেষে সবার জন্য খুলে দেওয়া হয়েছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে। আজ ভোর ৬টা থেকে এর ওপর দিয়ে শুরু হয় যান চলাচল। ছবি: মাহবুব আলম
-
দেশের প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়ের একাংশের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মাধ্যমে রাজধানী ঢাকার যোগাযোগব্যবস্থায় এক বৈপ্লবিক পরিবর্তনের সূচনা হয়েছে। এ বিষয়ে বিএনপি নেতাদের মন্তব্য শোনার অপেক্ষায় আছেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। ছবি: ইসমাইল হোসেন রাসেল
-
পাহাড়ি ঢলে রাঙ্গামাটির কাপ্তাই হ্রদের পানি বেড়েছে। এতে ‘সিম্বল অব রাঙ্গামাটি’ খ্যাত পর্যটন করপোরেশনের ঝুলন্ত সেতুটি ডুবে গেছে। আজ দুপুরে সরজমিনে গিয়ে এমন চিত্র চোখে পড়ে। ছবি: সাইফু উদ্দীন
-
হঠাৎ অসুস্থ হয়ে পড়েন কংগ্রেসের প্রাক্তন সভানেত্রী সোনিয়া গান্ধী। শনিবার দিল্লির একটি হাসপাতালে তাকে ভর্তি করানো হয়েছে। এর আগে শুক্রবার মুম্বাইয়ে বিরোধী জোট ‘ইন্ডিয়া’র বৈঠক সেরে দিল্লি ফেরেন তিনি। ছবি: সংগৃহীত