আজকের আলোচিত ছবি: ২ সেপ্টেম্বর ২০২৩
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে নানান ঘটনা। এসব ঘটনার ছবি নিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, আমরা অকশন সেন্টার করলাম কিন্তু চা চাষিরা লাভবান হলো না। তাহলেতো এই অকশন সেন্টার মূল্যহীন। আজ দুপুরে পঞ্চগড় সরকারি অডিটোরিয়ামে পঞ্চগড়ে দেশের তৃতীয় চা নিলাম কেন্দ্র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। ছবি: সফিকুল আলম
-
আজ ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে উদ্বোধন উপলক্ষে আয়োজিত সুধী সমাবেশে অংশ নিতে আসা নেতাকর্মীতে আগারগাঁও এলাকা ভরে যায়। ছবি: জাগো নিউজ
-
জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মশিউর রহমান বলেছেন, আজকে বঙ্গবন্ধুকন্যার হাত ধরে বাংলাদেশের উন্নয়ন হচ্ছে। আজ বঙ্গবন্ধু সাংস্কৃতিক পরিষদের সপ্তম জাতীয় কাউন্সিলের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান আলোচকের বক্তব্যে এ কথা বলেন তিনি। ছবি: জাগো নিউজ
-
বাংলাদেশ এগ্রো-প্রসেসরস অ্যাসোসিয়েশনের ( বাপা) ২০২৩-২৫ মেয়াদে দ্বি-বার্ষিক নির্বাচনে পূর্ণ প্যানেলে জয় পেয়েছে এগ্রিকালচারাল মার্কেটিং কোং লিমিটেডের চেয়ারম্যান আহসান খান চৌধুরীর নেতৃত্বাধীন বাপা ঐক্য পরিষদ। ছবি: জাগো নিউজ
-
মাদারীপুরে অগ্নিকাণ্ডের ঘটনায় মনছুর মৃধা (৫০) নামে এক কৃষকের বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। আজ ভোরে কালকিনি উপজেলার পূর্ব এনায়েতনগর ইউনিয়নের পশ্চিম আলীপুর গ্রামে এ ঘটনা ঘটেছে। ছবি: আয়শা সিদিকিা আকামী
-
চীনে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় সাওলা। দেশটির দক্ষিণাঞ্চলীয় গুয়াংডং প্রদেশে ঘূর্ণিঝড়টি আঘাত হানে। এতে এখন পর্যন্ত একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে বেশ কিছু এলাকায় বৃষ্টি ও আকস্মিক বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ছবি: সংগৃহীত