আজকের আলোচিত ছবি: ৩১ আগস্ট ২০২৩
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে নানান ঘটনা। এসব ঘটনার ছবি নিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
সরকার কারও চাপে নেই উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, ‘আমরা নিজেদের তাগিদেই স্বচ্ছ নির্বাচন করি।’ রাষ্ট্রপতির ইন্দোনেশিয়া সফর বিষয়ে আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ে ব্রিফিংকালে এ কথা বলেন তিনি। ছবি: ইসমাইল হোসেন রাসেল
-
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যার কুশীলবদের চিহ্নিত করতে হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। আজ দুপুরে রাজারবাগে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে শোক দিবস উপলক্ষে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। ছবি: জাগো নিউজ
-
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব স্মরণে আজ ঢাকার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করবে ছাত্রলীগ। ছাত্র সমাবেশ উপলক্ষে আজ ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক সোহরাওয়ার্দী উদ্যানে ডিএমপির নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করেছেন। ছবি: জাগো নিউজ
-
জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের নিহত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় ঠাকুরগাঁওয়ে ৩০০ জন হাফেজ পবিত্র কোরআন খতম দেওয়া হয়েছে। ছবি: তানভীর হাসান তানু
-
দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে একটি বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে এখন পর্যন্ত ৫২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছে ৪০ জনের বেশি। আজ দেশটির স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে আল-জাজিরা এ তথ্য জানিয়েছে। ছবি: সংগৃহীত