আজকের আলোচিত ছবি: ২৯ আগস্ট ২০২৩
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে নানান ঘটনা। এসব ঘটনার ছবি নিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বিকেলে গণভবনে দক্ষিণ আফ্রিকায় তার সাম্প্রতিক সফর পরবর্তী সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন। ছবি: ইয়াসিন কবির জয়
-
স্বাস্থ্য ও তথ্যপ্রযুক্তি খাতে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীরা। প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান এ তথ্য জানিয়েছেন। আজ বিকেলে বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) সম্মেলন কক্ষে আমেরিকান চেম্বার অব কমার্সের প্রতিনিধিদের সঙ্গে এক বৈঠকে শেষে মার্কিন ব্যবসায়ীদের এ আগ্রহের কথা জানান সালমান এফ রহমান। ছবি: জাগো নিউজ
-
ড. মুহাম্মদ ইউনূসকে নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লেখা ১৭৫ জন বিশ্বনেতা ও নোবেলজয়ীর চিঠির বিষয়ে সরকার বিচলিত নয় বা কোনো চাপে নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। আজ দুপুরে রাজধানীর একটি হোটেলে কোরিয়ান দূতাবাস আয়োজিত কোরিয়া-বাংলাদেশের অর্থনৈতিক সহযোগিতা বিষয়ক সেমিনার শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। ছবি: জাগো নিউজ
-
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহি কমিটি (একনেক) ১৪ হাজার ৭৭ কোটি ৮৬ লাখ টাকা ব্যয় সম্বলিত ২০টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। ছবি: জাগো নিউজ
-
বগুড়ার শাজাহানপুরে বিপন্ন প্রজাতির নয়টি সুন্ধি কাছিম উদ্ধার করেছে র্যাব। এ সময় বন্যপ্রাণী চোরাচালান চক্রের তিন সদস্যকে গ্রেফতার করা হয়েছে। আজ সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার ঢাকা-রংপুর মহাসড়কে জোব্বার হোটেলের সামনে চেকপোস্ট বসিয়ে কাছিমগুলো উদ্ধার করা হয়। ছবি: জাগো নিউজ
-
‘সাইবার নিরাপত্তা আইন, ২০২৩’ এর খসড়া চূড়ান্ত করার আগে অংশীজনদের মতামত নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী আনিসুল হক। আজ সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এ কথা জানান। ছবি: জাগো নিউজ
-
সন্তানদেরকে ভারতের বৃহত্তম কোম্পানি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের ভবিষ্যত উত্তারিধারী হিসেবে নিশ্চিত করতে সোমবার বড় পদক্ষেপ নিয়েছেন দেশটির অন্যতম ব্যবসায়ী মুকেশ আম্বানি। মুকেশ আম্বানির তিন সন্তান- ইশা আম্বানি, আকাশ আম্বানি ও অনন্ত আম্বানিকে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের পরিচালনা পর্ষদে নিয়োগ দেওয়া হয়েছে। ছবি: সংগৃহীত