আজকের আলোচিত ছবি: ২৭ আগস্ট ২০২৩
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে নানান ঘটনা। এসব ঘটনার ছবি নিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২২-২৪ আগস্ট দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে অনুষ্ঠিত ১৫তম ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগদান শেষে আজ সকালে ঢাকায় ফিরেছেন। ছবি: ইয়াসিন কবির জয়
-
চিকিৎসার জন্য বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বর্তমানে সিঙ্গাপুরে অবস্থান করছেন। তবে চিকিৎসার নামে তারা কোনো ষড়যন্ত্র করতে গেছেন কি না- এমন প্রশ্ন তুলেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ। আজ জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে এক আলোচনা সভায় তিনি একথা বলেন। ছবি: জাগো নিউজ
-
সিজিপিএ শর্ত শিথিল করে প্রমোশনের দাবিতে নীলক্ষেত মোড় অবরোধ করে আন্দোলন করছে সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা। এসময় শিক্ষার্থীদের কাফনের কাপড় গাঁয়ে জড়িয়ে আন্দোলন চালিয়ে যেতে দেখা গেছে। আজ দুপুর ১২টা ২৫ মিনিটে নীলক্ষেত মোড় অবরোধের কিছু সময় পর কাফনের কাপড় গায়ে দিয়ে রাস্তায় শুয়ে পড়েন তারা। ছবি: জাগো নিউজ
-
ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের অপরাধবোধ থেকে কথা বলছেন বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আজ নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় মৎসজীবী দলের উদ্যোগে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ দলটির অসুস্থ নেতাকর্মীদের সুস্থতা কামনায় দোয়া মাহফিলে তিনি একথা বলেন। ছবি: জাগো নিউজ
-
পূর্ব মেদিনীপুরের এগরা ও দক্ষিণ ২৪ পরগনার বজবজের পর আরও একবার বেআইনি বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠলো পশ্চিমবঙ্গ। এবারের ঘটনাস্থল উত্তর ২৪ পরগনার দত্তপুকুরে। এই বিস্ফোরণে এ পর্যন্ত অন্তত ছয়জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছেন আরও কয়েকজন। ছবি: সংগৃহীত