আজকের আলোচিত ছবি: ২৫ আগস্ট ২০২৩
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে নানান ঘটনা। এসব ঘটনার ছবি নিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
বিএনপির উদ্দেশে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, ‘অনেক হয়েছে আন্দোলন, এবার ঘরে ফিরে যান।’ আজ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের শান্তি সমাবেশে বিশেষ অতিথিরি বক্তব্যে এ কথা বলেন তিনি। ছবি: জাগো নিউজ
-
চলতি বছর কাগজ কিংবা বিদ্যুতের কোনো সংকট নেই। এ কারণে নতুন বছর সব উপজেলায় যথাসময়ে বই পৌঁছে যাবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। আজ দুপুরে চাঁদপুর সার্কিট হাউজে জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। ছবি: জাগো নিউজ
-
ভারত থেকে বাংলাদেশে নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহে লক্ষ্যে প্রস্তাবিত প্রক্রিয়া দ্রæত বাস্তবায়নের জন্য ভারত সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। আজ ভারতের জয়পুরে অনুষ্ঠিত জি-২০ বাণিজ্য ও বিনিয়োগ মন্ত্রীদের সভার আগে ভারতের বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েলের সঙ্গে সাইডলাইনে দ্বিপাক্ষিক বৈঠকে এ আহ্বান জানান তিনি। ছবি: জাগো নিউজ
-
বাংলাদেশের জন্য আওয়ামী লীগ এখন সবচেয়ে বড় বোঝা বলে মন্তব্য করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট কর্নেল (অব.) অলি আহমদ বীরবিক্রম। তিনি বলেন, আর কোনো পথ নেই। এই সরকারের পতনই একমাত্র সমাধান। আজ রাজধানীর পূর্ব পান্থপথে এলডিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত কালো পতাকা গণমিছিলপূর্ব সমাবেশে এসব কথা বলেন তিনি। ছবি: জাগো নিউজ
-
রাশিয়ার নিয়ন্ত্রণাধীন ক্রিমিয়ায় ড্রোন হামলার চেষ্টা চালিয়েছে ইউক্রেন। গতকাল বৃহস্পতিবার রাতভর ৪২টি ড্রোন প্রতিহত করা হয়েছে। আজ শুক্রবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এমন দাবি করেছে। ছবি: সংগৃহীত