আজকের আলোচিত ছবি: ২৩ আগস্ট ২০২৩
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে নানান ঘটনা। এসব ঘটনার ছবি নিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
প্রধানমন্ত্রী শেখ হাসিনা দক্ষিণ আফ্রিকা সফরের দ্বিতীয় দিন আজ সকালে জোহানেসবার্গ ওআর টাম্বো কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত বাংলাদেশ ট্রেড এন্ড বিজনেস সামিটে আবাসস্থল থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন। ছবি: ইয়াসিন কবির জয়
-
ডেঙ্গু নিয়ন্ত্রণে বিশ্বব্যাংক বাংলাদেশকে ১০০ মিলিয়ন ডলার দেবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। আজ বিকেলে সচিবালয়ে বিশ্বব্যাংকের প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এ কথা জানান তিনি। ছবি: জাগো নিউজ
-
দেশে জঙ্গিবাদের প্রধান পৃষ্ঠপোষক হচ্ছে বিএনপি মন্তব্য করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি যদি পৃষ্ঠপোষকতা না করতো তাহলে আমরা জঙ্গি নির্মূল করতে পারতাম। আজ দুপুরে সচিবালয়ে তথ্য অধিদফতর সম্মেলনকক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় শেষে তিনি এ মন্তব্য করেন। ছবি: ইসমাইল রাসেল
-
আওয়ামী লীগ গণতন্ত্রের লেবাস পরে গণতন্ত্র হত্যা করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। তিনি বলেছেন, আমরা মুখে যেটা বলি কাজেও সেটা করি। আজ দুপুরে জাতীয় প্রেস ক্লাবে ‘গণতন্ত্র ও মানবাধিকার পুনরুদ্ধারের এক দফার বিকল্প নেই’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। ছবি: জাগো নিউজ
-
রাশিয়ার বেলগোরোদ অঞ্চলের একটি গ্রামে ড্রোন হামলার ঘটনায় তিন বেসামরিক নিহত হয়েছেন। বেলগোরোদ অঞ্চলের গভর্নর জানিয়েছেন, ইউক্রেন সীমান্তের কাছাকাছি অবস্থিত একটি গ্রামে ড্রোন হামলা চালানো হয়। বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। ছবি: সংগৃহীত