আজকের আলোচিত ছবি: ২২ আগস্ট ২০২৩
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে নানান ঘটনা। এসব ঘটনার ছবি নিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
প্রধানমন্ত্রী শেখ হাসিনা দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসার আমন্ত্রণে ২২ থেকে ২৫ আগস্ট অনুষ্ঠেয় ১৫তম ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগ দিতে আজ সকালে জোহানেসবার্গের উদ্দেশে রওনা দিয়েছেন। ছবি: ইয়াসিন কবির জয়
-
তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ভারতীয় পত্রিকায় লেখা দেখে বিএনপি অস্থির হয়ে গেছে। আজ সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এমন মন্তব্য করেন। ছবি: জাগো নিউজ
-
বাংলাদেশের পর্যটন শিল্পের উন্নয়নে জাপানকে বিনিয়োগের আহ্বান জানিয়ে ছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী। আজ সচিবালয়ে নিজ দপ্তরে বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনরির সঙ্গে সাক্ষাৎকালে এ আহ্বান জানান প্রতিমন্ত্রী। ছবি: জাগো নিউজ
-
ভোলার গ্যাস বরিশালসহ দক্ষিণাঞ্চলের উন্নয়নে ব্যবহারের উদ্যোগ নেওয়াসহ চার দফা দাবিতে বরিশালে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করা হয়েছে। আজ বেলা ১১টায় নগরীর অশ্বিনী কুমার হলের সামনে রিকশা, ব্যাটারিচালিত রিকশা, ভ্যান, ইজিবাইক সংগ্রাম পরিষদ ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ বরিশাল জেলা কমিটির উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। ছবি: শাওন খান
-
চীনের উত্তরাঞ্চলীয় শানঝি প্রদেশে একটি কয়লা খনিতে বিস্ফোরণের ঘটনায় ১১ জন নিহত হয়েছে। রাষ্ট্রীয় গণমাধ্যমে আজ এ তথ্য নিশ্চিত করা হয়। রাষ্ট্রীয় প্রচারমাধ্যম সিসিটিভির এক প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় সোমবার (২১ আগস্ট) ৮টা ২৬ মিনিটে ইয়ানান শহরের কাছে অবস্থিত শিনতাই কয়লা খনিতে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ছবি: সংগৃহীত