আজকের আলোচিত ছবি: ২১ আগস্ট ২০২৩
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে নানান ঘটনা। এসব ঘটনার ছবি নিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলা ছিল গণতন্ত্র ধ্বংস ও মুক্তিযুদ্ধের নেতৃত্বদানকারী রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগকে নেতৃত্বশূন্য করার ন্যাক্কারজনক চক্রান্ত। বাংলাদেশ যুব মৈত্রীর সভাপতি তৌহিদুর রহমান ও সাধারণ সম্পাদক তাপস দাস সোমবার (২১ আগস্ট) এক যৌথ বিবৃতিতে এ কথা বলেছে। ছবি: জাগো নিউজ
-
দাম ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে ভারত ছাড়াও পৃথিবীর যেকোনো দেশ থেকে পেঁয়াজ আমদানির অনুমতি (আইপি) দেওয়া হবে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক। আজ সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এ কথা জানান। ছবি: জাগো নিউজ
-
বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মো. নিজামুল হক নাসিম বলেছেন, সাংবাদিকদের পেশাগত মানোন্নয়নসহ সার্বিক কল্যাণের জন্য কাজ করছে প্রেস কাউন্সিল। আজ সকালে দিনাজপুরে ‘প্রেস কাউন্সিল আইন, আচরণবিধি ও সাংবাদিকতার নীতিমালা’ শীর্ষক সেমিনারে এসব কথা বলেন প্রেস কাউন্সিলের চেয়ারম্যান। ছবি: জাগো নিউজ
-
২১ আগস্ট ভয়াবহ গ্রেনেড হামলায় জড়িতদের বিচারের রায় কার্যকরের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অবস্থান কর্মসূচি পালন করেছেন শিক্ষকরা। আজ সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবন সংলগ্ন প্যারিস রোডে বিশ্ববিদ্যালয়ের মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজের ব্যানারে এ কর্মসূচি পালিত হয়। ছবি: জাগো নিউজ
-
প্রাকৃতিক দুর্যোগে বেশ বিপাকে পড়েছে যুক্তরাষ্ট্র। একদিকে ঘূর্ণিঝড় অন্যদিকে ভূমিকম্প। ক্রান্তীয় ঝড় হিলারি আঘাত হানার সতর্কতা আগে থেকেই ছিল। এই ঘূর্ণিঝড় মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। ক্যালিফোর্নিয়ার দক্ষিণ উপকূলে রোববার আঘাত হানে শক্তিশালী এই ঝড়। ছবি: সংগৃহীত
-