আজকের আলোচিত ছবি: ১৯ আগস্ট ২০২৩
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে নানান ঘটনা। এসব ঘটনার ছবি নিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
ডেঙ্গু ও বিএনপিকে দেশের প্রধান দুই অভিন্ন শত্রু আখ্যা দিয়ে তাদের প্রতিরোধের আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ রাজধানীর ধানমন্ডির রবীন্দ্র সরোবরে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক কর্মসূচির অনুষ্ঠানে এ আহ্বান জানান তিনি। ছবি: জাগো নিউজ
-
দক্ষ প্রশাসক ও রাষ্ট্রচিন্তাবিদ হিসেবে বঙ্গবন্ধুর অবদান অসামান্য বলে মন্তব্য করেছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। আজ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা, দোয়া ও মোনাজাত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তক্যে তিনি এ কথা বলেন। ছবি: জাগো নিউজ
-
দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির চেষ্টা করলে শক্ত হাতে দমন করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। আজ রাজারবাগ পুলিশ লাইনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবসের আলোচনা সভায় তিনি এ হুঁশিয়ারি দেন। ছবি: জাগো নিউজ
-
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, শেখ হাসিনার অধীনে যে দেশে কোনো সুষ্ঠু নির্বাচন হবে না, সেটা তিনি নিজেই প্রমাণ করেছেন। আজ ঢাকা জেলা বিএনপির উদ্যোগে দক্ষিণ কেরানীঞ্জের জিনজিরায় পদযাত্রা পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে রুহুল কবির রিজভী একথা বলেন। ছবি: জাগো নিউজ
-
স্পেনের টেনেরিফ দ্বীপের দাবনাল কোনোভাবেই নিয়ন্ত্রণে আসছে না। এজন্য সেখানের আরও মানুষকে উদ্ধার করে সরিয়ে নেওয়া হচ্ছে। তবে গুরুত্বপূর্ণ পর্যটন এলাকায় আগুন এখনো ছড়ায়নি। গরম ও শুষ্ক আবহাওয়ার মধ্যে গত বুধবার স্পেনের সর্বোচ্চ শিখর মাউন্ট টাইডে আগ্নেয়গিরির চারপাশে একটি পাহাড়ি জাতীয় উদ্যানে আগুন ছড়িয়ে পড়ে। ছবি: সংগৃহীত