আজকের আলোচিত ছবি: ১৭ আগস্ট ২০২৩
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে নানান ঘটনা। এসব ঘটনার ছবি নিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে গোপালগঞ্জ, বাগেরহাট, রংপুর জেলা ও সৌদিআরবস্থ জেদ্দা কনস্যুলেট প্রান্তে যুক্ত হয়ে ‘সর্বজনীন পেনশন স্কিম’ এর উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখেন। ছবি: ইয়াসিন কবির জয়
-
আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা শোবিজের তারকারা। এরা হলেন লাকী ইনাম, হৃদি হক, লিটু আনাম, ফেরদৌস, তারিন, সানজীদা প্রীতি, কামরুজ্জামান রনি ও জহুরুল ইসলাম। ‘১৯৭১ সেই সব দিন’ সিনেমা মুক্তি উপলক্ষে তারা প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন। ছবি: ইয়াসিন কবির জয়
-
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সপরিবারে বাংলার জন্য জীবন উৎসর্গ করে গেছেন বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। জাতীয় শোক দিবস উপলক্ষে আজ জাতীয় সংসদ সচিবালয়ে আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। ছবি: জাগো নিউজ
-
বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আমি প্রধানমন্ত্রীকে বলতে চাই, আপনাকে কি সরানোর চেষ্টা করা হচ্ছে? আপনাকেতো সরাবে জনগণ। আজ দুপুরে পুলিশের গুলিতে আহত ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহীদুল ইসলাম টিটুকে দেখতে এসে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। ছবি: জাগো নিউজ
-
মালি সীমান্তের কাছে সশস্ত্র গোষ্ঠীর হামলায় নাইজারের কমপক্ষে ১৭ সেনা নিহত হয়েছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে। মঙ্গলবার রাতে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, নাইজারের সশস্ত্র বাহিনীর (এফএএন) একটি বিচ্ছিন্ন দল বনি এবং তোরোদির মধ্যে চলাচলের সময় কাউতুগু শহরের কাছে সন্ত্রাসী হামলার শিকার হয়। ছবি: সংগৃহীত