আজকের আলোচিত ছবি: ১৪ আগস্ট ২০২৩
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে নানান ঘটনা। এসব ঘটনার ছবি নিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
যুক্তরাজ্য (ইউকে) বাংলাদেশের সাথে দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে আগ্রহ দেখিয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আজ তার সরকারি বাসভবন গণভবনে বৃটিশ হাইকমিশনার সারাহ কুকের সৌজন্য সাক্ষাৎকালে এ আগ্রহের কথা জানানো হয়। ছবি: ইয়াসিন কবির জয়
-
তথ্য যোগাযোগ ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের গণশুনানির পরদিনই পুলিশ লাইনসে সংযুক্ত (ক্লোজড) করা হলো সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমানকে। আজ নাটোরের পুলিশ সুপার সই করা এক পত্রে তাকে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়। ছবি: জাগো নিউজ
-
বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজধানীর বাড্ডা এলাকায় ডিমের আড়তসহ বিভিন্ন প্রতিষ্ঠানে ডিমসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্য অতিরিক্ত দামে বিক্রির অভিযোগে সাত প্রতিষ্ঠানকে দুই লাখ ১০ হাজার টাকা জরিমানা করেছেন র্যাবের ভ্রাম্যমাণ আদালত। আজ সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া অফিসার) সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. পারভেজ রানা এ তথ্য জানান। ছবি: জাগো নিউজ
-
ডিমের বাজারে অস্থিরতা তৈরি করে ব্যবসায়ীরা ভোক্তার পকেট থেকে অতিরিক্ত মুনাফা করছেন। সব ধরনের মানুষের উপরই পড়ছে এর প্রভাব। এ কারণে বাজার অভিযানে গিয়ে পাকা রসিদ না পেলে ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হবে বলে জানিয়েছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এএইচএম সফিকুজ্জামান। ছবি: জাগো নিউজ
-
পাকিস্তানের অন্তর্র্বতীকালীন সরকারের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন আনোয়ারুল হক কাকার। আজ দেশটির ৮ম তত্ত্বাবধায়ক সরকারপ্রধান হিসেবে শপথ নেন তিনি। ছবি: সংগৃহীত