আজকের আলোচিত ছবি: ১২ আগস্ট ২০২৩
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে নানান ঘটনা। এসব ঘটনার ছবি নিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
কাটাছেঁড়া না করে বর্তমান সংবিধানের ভিত্তিতে অবাধ-সুষ্ঠু নির্বাচনে বিরোধীদলের যেকোনো শর্তে সরকার ও ১৪ দল রাজি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টামÐলীর সদস্য ও ১৪ দলীয় জোটের সমন্বয়ক আমির হোসেন আমু। আজ দুপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদতবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির মন্তব্য করেছেন তিনি। ছবি: জাগো নিউজ
-
স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, সারাদেশে হঠাৎ করেই ডেঙ্গুরোগী বেড়ে যাওয়ায় স্যালাইনের চাহিদা ১০ গুণ বেড়েছে। এ অবস্থায় ডেঙ্গুরোগীদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে প্রয়োজনে বিদেশ থেকে স্যালাইন আমদানি করতে বলা হয়েছে। আজ মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালের ডেঙ্গু ইউনিট পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। ছবি: জাগো নিউজ
-
রাজধানীসহ সারাদেশে ডেঙ্গুর প্রকোপ চলছে। এ অবস্থায় জনসাধারণের কথা ভেবে ভিশন মশা মারার ব্যাট আয়োজন করে ডেঙ্গু সচেতনতামূলক ক্যাম্পেইন সিজন-২। মূলধারার গণমাধ্যমসহ সামাজিকমাধ্যমে ডেঙ্গু সচেতনতামূলক এ ক্যাম্পেইন সিজন-২ আয়োজন করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় আজ ঢাকা উত্তর সিটি করপোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের পাড়া-মহল্লায় এ সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু হয়। ছবি: জাগো নিউজ
-
জয়পুরহাটে হত্যা মামলার মৃত্যুদÐপ্রাপ্ত পলাতক আসামি আমিনুল ইসলাম রিয়াদুলকে (৪৫) গ্রেফতার করেছে র্যাব। আজ সকালে জয়পুরহাট র্যাব ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক রফিকুল ইসলাম এ তথ্য জানান। ছবি: জাগো নিউজ
-
পাকিস্তানের অন্তর্র্বতীকালীন প্রধানমন্ত্রী হিসেবে সিনেটর আনোয়ারুল হক কাকারের নাম ঘোষণা করেছে দেশটির সরকার। আজ পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয় (পিএমও) থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। ছবি: সংগৃহীত