আজকের আলোচিত ছবি: ১১ আগস্ট ২০২৩
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে নানান ঘটনা। এসব ঘটনার ছবি নিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
বিএনপি গত কয়েক বছর ধরে বিদেশিদের কাছে গিয়ে অনেক অনুনয়-বিনয় করেছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের ৯৩তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা এসব কথা বলেন তিনি। ছবি: জাগো নিউজ
-
অতি মুনাফার লোভে কিছু ব্যবসায়ী বেশি দামে পণ্য বিক্রি করে বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। আজ রাজধানীর বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (এফডিসি) জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও ডিবেট ফর ডেমোক্রেসির যৌথ উদ্যোগে আয়োজিত ভোক্তা-অধিকার সংরক্ষণবিষয়ক ছায়া সংসদের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। ছবি: জাগো নিউজ
-
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, সরকারের নির্দেশে তড়িঘড়ি করে তফসিল ঘোষণার চেষ্টা করছে নির্বাচন কমিশন। আজ এক দফা দাবিতে বিএনপির ঢাকা মহানগর দক্ষিণের গণমিছিল শুরুর আগে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। ছবি: জাগো নিউজ
-
তারেক রহমান ও জোবায়দা রহমানের বিরুদ্ধে যে রায় দেওয়া হয়েছে সেটি যে বিচার বিভাগের রায়, তা বাংলাদেশের কেউ বিশ্বাস করে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। আজ ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে তারেক রহমান ও জোবায়দা রহমানের বিরুদ্ধে রায়ের প্রতিবাদে জিয়া পরিষদ আয়োজিত এক সভায় তিনি এসব কথা বলেন। ছবি: জাগো নিউজ
-
যুদ্ধ-বিধ্বস্ত সিরিয়ায় জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) হামলায় কমপক্ষে ২৩ সেনা নিহত হয়েছে। দেশটির পূর্বাঞ্চলে সেনাবাহিনীর একটি বাসে ওই হামলা চালানো হয়। একটি পর্যবেক্ষক সংস্থা আজ এ তথ্য নিশ্চিত করেছে। ছবি: সংগৃহীত