আজকের আলোচিত ছবি: ১০ আগস্ট ২০২৩
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে কত রকম গুরুত্বপূর্ণ ঘটনা। সেসব গুরুত্বপূর্ণ ঘটনার ছবি দিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তাঁর সরকারি বাসভবন গণভবনে সৌজন্য সাক্ষাৎ করেন বিশ্বব্যাংকের নির্বাহী পরিচালক পরমেশ্বরন আইয়ার। ছবি: পিআইডি
-
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গণভবনে সাক্ষাৎ করে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সন্ত্রাসী সংগঠন আল-কায়েদার হাতে ইয়েমেনে অপহরণের শিকার জাতিসংঘের কর্মকর্তা বাংলাদেশি নাগরিক লেফটেন্যান্ট কর্নেল (অব.) এ কে এম সুফিউল আনাম। আজ গণভবনে সপরিবারে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। ছবি: পিআইডি
-
আজ বিকেলে রাজধানীর আইসিটি টাওয়ারে ডিজিটাল নিরাপত্তা আইন-২০১৮ রহিতকরণ এবং সাইবার নিরাপত্তা আইন-২০২৩ বিষয়ক সংবাদ সম্মেলনে প্রধান অতিথি ছিলেন আইনমন্ত্রী আনিসুল হক। ছবি: পিআইডি
-
১৫ আগস্ট বা এর আগে-পরে দেশে সাইবার হামলা হতে পারে বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। তবে এটি প্রতিরোধের ব্যবস্থা নেওয়া হয়েছে। আজ রাজধানীর আইসিটি টাওয়ারে সাইবার নিরাপত্তা আইন-২০২৩ বিষয়ক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। ছবি: পিআইডি
-
দুই মাসের ব্যবধানে ফের হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। চিকিৎসকদের পরামর্শে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। আরও কয়েকদিন তাকে হাসপাতালে থাকতে হবে। আজ সকালে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন এ কথা জানান। ছবি: সংগৃহীত
-
এক মাসেরও বেশি সময় যুক্তরাষ্ট্রে থাকার পর আজ দেশে ফিরেছেন চিত্রনায়ক শাকিব খান। সকাল ১০টা ১ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। শাকিব খানের পারিবারিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। ছবি: সংগৃহীত