আজকের আলোচিত ছবি: ৯ আগস্ট ২০২৩
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে কত রকম গুরুত্বপূর্ণ ঘটনা। সেসব গুরুত্বপূর্ণ ঘটনার ছবি দিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে দেশের বিভিন্ন উপজেলায় ২২ হাজার ১০১ পরিবারকে ভূমিসহ নতুন ঘর হস্তান্তর করেন। ছবি: পিআইডি
-
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম আজ সকালে রাজধানীর মিরপুর জাফনাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক প্রচারাভিযানে উপস্থিত ছিলেন। ছবি: জাগো নিউজ
-
জাতীয় প্রেসক্লাবের সামনে আজ সমমনা পেশাজীবী গণতন্ত্র জোটের আয়োজনে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তাঁর স্ত্রী জোবায়দা রহমানের বিরুদ্ধে রায় বাতিল এবং এক দফা দাবিতে এ প্রতিবাদ সভা আয়োজন করা হয়। ছবি: সংগৃহীত
-
আজ মিরপুরে বিশেষায়িতদের জন্য বিশ্বকাপ ট্রফি প্রদর্শনীর আয়োজন করা হয়। মিরপুরে বাংলাদেশ দলের সাবেক এবং বর্তমান ক্রিকেটার, নারী দলের ক্রিকেটার, ক্রিকেট সংগঠক, কর্মকর্তা এবং মিডিয়াকর্মীদের জন্য প্রদর্শন করা হয় বিশ্বকাপ ট্রফি। ছবি: সংগৃহীত
-
দেশের জনপ্রিয় ফাস্ট ফুড রিটেইল ব্র্যান্ড ‘টেস্টি ট্রিট’ প্রথমবারের মতো দুটি শোরুম চালুর মাধ্যমে পাবনায় যাত্রা শুরু করেছে। গতকাল সোমবার টেস্টি ট্রিটের প্রধান পরিচালন কর্মকর্তা ইব্রাহিম খলিল শহরের দিলালপুর ও শালগাড়িয়া এলাকায় শোরুম দুটি উদ্বোধন করেন। ছবি: জাগো নিউজ