আজকের আলোচিত ছবি: ৭ আগস্ট ২০২৩
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে নানান ঘটনা। এসব ঘটনার ছবি নিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে আজ প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রীপরিষদ সভাকক্ষে মন্ত্রীপরিষদ সভা অনুষ্ঠিত হয়। ছবি: ইয়াসিন কবির
-
বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুমোদন দিলে ডেঙ্গুর টিকা আনার চেষ্টা করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। আজ সচিবালয়ে জরায়ুমুখ ক্যানসার প্রতিরোধে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস টিকা প্রদান নিয়ে সংবাদ সম্মেলনে মন্ত্রী এ কথা জানান। ছবি: জাগো নিউজ
-
আজ সারাদিন বৃষ্টি হওয়ায় রাজধানীর বাসিন্দারা বিপাকে পড়েছেন। বিশেষ করে কাজের জন্য বাইরে বের হওয়া মানুষ পড়েছেন ব্যাপক বিড়ম্বনায়। ছবি: মাহবুব আলম
-
অতি বৃষ্টি ও জলবদ্ধতার কারণে মঙ্গলবার (৮ আগস্ট) চট্টগ্রাম মহানগরীর সরকারি-বেসরকারি সব স্কুল-কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে। আজ বিকেল পৌনে ৫টার দিকে শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের এ তথ্য জানান। ছবি: জাগো নিউজ
-
টানা অতিবৃষ্টির কারণে রেললাইন পানির নিচে তলিয়ে যাওয়ায় সকাল থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) চলাচল করেনি কোনো শাটল ট্রেন। এছাড়া প্রাকৃতিক দুর্যোগ পরিস্থিতি বিবেচনায় ৮ থেকে ১০ আগস্ট পর্যন্ত তিনদিন বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে। ছবি: জাগো নিউজ
-
দোকানে গেছেন এক প্যাকেট ইনস্ট্যান্ট নুডুলস কিনতে। কিন্তু দাম বেশি হওয়ায় বিক্রেতার সঙ্গে দরকষাকষি শুরু করেন। এক পর্যায়ে ক্রেতাকে অপমানমূলক কথা শুনতে হয়। এ সময় তিনি দোকানের সব প্যাকেট কিনে রাস্তায় নষ্ট করেন। এরকমই একটি ঘটনা ঘটেছে চীনের শানডং প্রদেশে। এ ঘটনার ভিডিও নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে বিতর্ক। ছবি: সংগৃহীত