আজকের আলোচিত ছবি: ৬ আগস্ট ২০২৩
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে নানান ঘটনা। এসব ঘটনার ছবি নিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
জনগণ দেশের উন্নয়ন চাইলে আওয়ামী লীগকে ভোট দিতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ গণভবনে আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভার সভাপতির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। ছবি: ইয়াসিন কবির জয়
-
এবার ডিবি অফিসে চিত্রনায়িকা অপু বিশ্বাসকে দুপুরের খাবার খাওয়ালেন সংস্থাটির প্রধান হারুন অর রশীদ। আজ দুপুরে পাইরেসি ও সাইবার বুলিং বিষয়ে ডিবি অফিসে অভিযোগ করতে আসলে চিত্রনায়িকা অপু বিশ্বাসকে দুপুরের খাবার খাওয়ান তিনি। ছবি: সংগৃহীত
-
বিএনপি নেতা অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর বিরুদ্ধে হিরো আলম ডিবিতে অভিযোগ নিয়ে এসেছিলেন। ডিবির সাইবার ক্রাইম ইউনিটে (নর্থ) একটি অভিযোগ করেছেন। তার অভিযোগটি আমরা খতিয়ে দেখবো। আজ দুপুর আড়াইটায় ডিবি কার্যালয়ে সাংবাদিকদের এসব কথা বলেছেন ডিবির প্রধান হারুন অর রশীদ। ছবি: জাগো নিউজ
-
জাতীয় শহীদ মিনারে শহীদজায়া অধ্যাপিকা পান্না কায়সারের মরদেহে শেষ শ্রদ্ধা জানিয়েছেন সর্বস্তরের মানুষ। আজ বেলা ১১টায় তার মরদেহ শহীদ মিনারে শ্রদ্ধা জানানোর জন্য রাখা হয়। তখন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, ব্যবসায়িক সংগঠনসহ সর্বস্তরের মানুষ বরেণ্য এ ব্যক্তিত্বের প্রতি শেষ শ্রদ্ধা জানান। ছবি: জাগো নিউজ
-
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী উদযাপিত হলো কলকাতাস্থ বাংলাদেশ উপ-দূতাবাসে। এ উপলক্ষে শনিবরা (৫ আগস্ট) উপ-দূতাবাসের ‘বাংলাদেশ গ্যালারি’তে শ্রদ্ধার্ঘ্য নিবেদন, প্রামাণ্যচিত্র প্রদর্শন ও এক আলোচনা অনুষ্ঠানের আয়োজোন করা হয়েছিল। ছবি: সংগৃহীত