আজকের আলোচিত ছবি: ৩০ জুলাই ২০২৩
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে নানান ঘটনা। এসব ঘটনার ছবি নিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোববার আজ সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে খুলনা জেলার ফুলতলা উপজেলা ও কক্সবাজার জেলার সদর উপজেলায় পঞ্চম পর্যায়ে নির্মিত ৫০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র সুইচ টিপে উদ্বোধন করে দোয়া মোনাজাত করেন। ছবি: ইয়াসিন কবির জয়
-
বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ দুপুরে গণভবনে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্পের সার্বিক অগ্রগতি বিষয়ক উপস্থাপনা অবলোকন করেন। ছবি: ইয়াসিন কবির জয়
-
সারাদেশে ডেঙ্গু প্রকোপ আকার ধারণ করেছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেছেন, ডেঙ্গু মোকাবিলায় সরকার সব ধরনের প্রস্তুতি নিয়েছে। আজ সকালে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৩১ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নীতকরণ ও নতুন ভবনের উদ্বোধনী অনুষ্ঠান শেষে তিনি এ কথা বলেন। ছবি: জাগো নিউজ
-
বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ঈশ্বরের কাছে আমার প্রার্থনা, চিতায় ওঠার আগে যেন এ সরকারের পতন দেখে যেতে পারি। আজ দুপুরে রাজধানীর নয়াপল্টনে নিজস্ব কার্যালয়ে এ কথা বলেন তিনি। ছবি: জাগো নিউজ
-
আমাদের দেশের শহর কিংবা গ্রামে সকাল-সন্ধ্যা আড্ডায় সব শ্রেণির মানুষের অন্যতম অনুষঙ্গ এই চা। তবে সেই চায়ের নেশা যদি গরুর পেয়ে বসে তাহলে কেমন হয়! এমনটাই ঘটেছে চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ ইউনিয়নের আড়িয়া গ্রামে। ছবি: জাগো নিউজ
-
অর্থপাচার ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে গ্রেফতার করা হয়েছে কলম্বিয়ান প্রেসিডেন্টের ছেলে ও তার সাবেক স্ত্রীকে। তাদের বিরুদ্ধে গত বছরের নির্বাচনী প্রচারণার সময় মাদক পাচারকারীদের কাছ থেকে অবৈধ অর্থ নেওয়ার অভিযোগে তদন্ত চলছে। ছবি: সংগৃহীত