আজকের আলোচিত ছবি: ২৯ জুলাই ২০২৩
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে নানান ঘটনা। এসব ঘটনার ছবি নিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের তরুণ প্রজন্মই হবে ‘স্মার্ট বাংলাদেশ’ বিনির্মাণের মূল শক্তি। আজ রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে প্রথমবারের মতো দুই দিনব্যাপী বাংলাদেশ স্টার্টআপ সামিট-২০২৩-এর উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। ছবি: ইয়াসিন কবির জয়
-
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মাতুয়াইলে অবস্থান নিয়েছেন বিএনপি নেতাকর্মীরা। সেখান থেকে তাদের সরিয়ে দিতে গেলে সংঘর্ষ বাধে পুলিশের সঙ্গে। আজ দুপুর পৌনে ১২টার দিকে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ শুরু হয়। ছবি: জাগো নিউজ
-
বিএনপি নেতাকর্মীরা মাতুয়াইলো রাস্তায় বিক্ষোভের সময় আগুন জ্বালিয়ে দেয়। ছবি: জাগো নিউজ
-
রাজধানীর পুরান ঢাকা এলাকা থেকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়কে আটক করে পুলিশ। পরে তাকে ছেড়ে দেওয়া হয়। ছবি: জাগো নিউজ
-
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদের সঙ্গে দুপুরের খাবার খেয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি সুস্থ শরীরে হাসিমুখে ডিবিপ্রধানের সঙ্গে বিভিন্ন পদের আইটেম দিয়ে খাবার খান। ছবি: তৌহিদুল ইসলাম তন্ময়
-
দশই মহররম উপলক্ষে আজ সকাল ১০টায় রাজধানীর লালবাগের হোসেনি দালান থেকে তাজিয়া মিছিল শুরু হয়ে জিগাতলায় গিয়ে শেষ হয়। সরেজমিনে দেখা যায়, মিছিলে আসা শিয়া মুসলমানরা বুক চাপড়ে ‘হায় হোসেন, হায় হোসেন’ ধ্বনি তোলেন। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
রাজধানী ঢাকাসহ সারাদেশে বিক্ষোভ কর্মসূচি ও সমাবেশ করার ঘোষণা দিয়েছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। আজ সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এই কর্মসূচি পালন করা হবে। আজ বিকেলে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সভা শেষে এই ঘোষণা দেওয়া হয়। ছবি: সালাহ উদ্দিন জসিম
-
আফ্রিকার দেশ নাইজারে নিজেকে অন্তর্র্বতী সরকারের প্রধান হিসেবে ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্সিয়াল গার্ডের প্রধান এবং সামরিক অভ্যুত্থানের নেতা জেনারেল আবদুর রহমানে চিয়ানি। গণতান্ত্রিকভাবে নির্বাচিত দেশটির প্রেসিডেন্ট মোহাম্মদ বাজউমকে দুদিন আগে জেনারেল চিয়ানির অনুগত বাহিনী ক্ষমতাচ্যুত করে। ছবি: সংগৃহীত