আজকের আলোচিত ছবি: ২৭ জুলাই ২০২৩
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে নানান ঘটনা। এসব ঘটনার ছবি নিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
প্রধনমন্ত্রী শেখ হাসিনা ইতালির রোমে জাতিসংঘের খাদ্য ব্যবস্থাপনা শীর্ষ সম্মেলন শেষে আজ হযরত শাহজালাল (রা.) আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছালে মন্ত্রি পরিষদসদস্য, মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব সহ সামরিক-বেসামরিক ঊধ্র্বতন কর্মকর্তাগণ প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। ছবি: ইয়াসিন কবির জয়
-
চার দিনের সফরে কলকাতায় অবস্থান করছেন বাংলাদেশের তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ। সেখানে তিনি বিভিন্ন অনুষ্ঠানে যোগ দেবেন। ছবি: জাগো নিউজ
-
সাংবাদিকদের কারণেই বিদেশি রাষ্ট্রদূতরা অতিরিক্ত সক্রিয়, তারা বিভিন্ন অভ্যন্তরীণ বিষয়েও মাতব্বরি করেন বলে অভিযোগ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। আজ বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। ছবি: জাগো নিউজ
-
আজ বিএনপির মহাসমাবেশ ও আওয়ামী লীগের তিন সহযোগী সংগঠনের শান্তি সমাবেশের কথা ছিল। অনেকেই সমাবেশের কথা চিন্তা করে ব্যক্তিগত গাড়িসহ অন্যান্য যানবাহন বের করেননি। কেউবা আতঙ্কে ঝামেলা এড়িয়ে যেতে বের হননি রাস্তায়। ফলে রাজধানীর অনেক রাস্তা ফাঁকা দেখা যায়। ছবি: জাগো নিউজ
-
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মানবাধিকার বিষয়ক বিশেষ প্রতিনিধি ইমন গিলমোরের নেতৃত্বে ৫ সদস্যের একটি প্রতিনিধি দল। ছবি: জাগো নিউজ
-
মিয়ানমারের ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সু চি কারাগার থেকে মুক্তি পাচ্ছেন। তবে কারাগার থেকে এবার তাকে গৃহবন্দি হিসেবে থাকতে হবে। ২০২১ সালের ফেব্রুয়ারি মাসে সু চির নেতৃত্বাধীন বেসামরিক সরকারকে হটিয়ে ক্ষমতা গ্রহণ করে সামরিক জান্তা। ছবি: সংগৃহীত