আজকের আলোচিত ছবি: ২৬ জুলাই ২০২৩
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে নানান ঘটনা। এসব ঘটনার ছবি নিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে আজ বঙ্গভবনে নবনিযুক্ত নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল এম নাজমুল হাসান সৌজন্য সাক্ষাৎ করেন। ছবি: ইয়াসিন কবির জয়
-
একাদশ জাতীয় সংসদের ১৯০ ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে নির্বাচিত সংসদ সদস্য মোহাম্মদ আলী আরাফাত শপথ নিয়েছেন। আজ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সংসদের শপথ কক্ষে তাকে শপথ বাক্য পাঠ করান। সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব কে এম আব্দুস সালাম শপথ গ্রহণ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। ছবি: ইয়াসিন কবির জয়
-
প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল হতে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে সাড়ে ৭ কোটি টাকা অনুদান দেওয়া হয়েছে। আজ জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের ‘অসহায় রোগী সেবা তহবিল’ এ অনুদানের (৭ কোটি ৫৬ লাখ ৩০ হাজার টাকা) চেক হস্তান্তর করেন প্রধানমন্ত্রীর মুখ্যসচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া। জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক মীর জামাল উদ্দিন অনুদানের এ চেক গ্রহণ করেন। ছবি: ইয়াসিন কবির
-
নেতাকর্মীশূন্য হয়ে পড়েছে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়। আজ বিকেলের পর থেকেই ফাঁকা হতে শুরু করে দলীয় কার্যালয়। দলের নেতাকর্মীরা দ্রæত কার্যালয় ছেড়ে চলে যান। ছবি: খালিদ হোসেন
-
পদত্যাগ করতে চলেছেন কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন সেন। দীর্ঘ ৩৮ বছর ক্ষমতায় থাকা এ নেতা নিজেকে এশিয়ার সবচেয়ে দীর্ঘমেয়াদি প্রধানমন্ত্রী বলে দাবি করে থাকেন। প্রায় চার দশক পর অবশেষে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি। ছবি: সংগৃহীত