আজকের আলোচিত ছবি: ২৫ জুলাই ২০২৩
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে নানান ঘটনা। এসব ঘটনার ছবি নিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
সরকার ডিজিটাল নিরাপত্তা আইনের যে সংশোধন আনছে, তাতে সাংবাদিকরা খুশি হবেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক। আজ সচিবালয়ে নিজ দপ্তরে ইউরোপীয় ইউনিয়নের মানবাধিকার বিষয়ক বিশেষ প্রতিনিধি ইমন গিলমোরের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন মন্ত্রী। ছবি: মাসুদ রানা
-
নির্বাচন ইস্যুতে কম্বোডিয়ায় মার্কিন নিষেধাজ্ঞা নিয়ে বিএনপির খুশি হওয়ার কোনো কারণ নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আজ রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলীয় কার্যালয়ে সহযোগী সংগঠনের সভাপতি ও সম্পাদকদের সঙ্গে বৈঠকে এ মন্তব্য করেন তিনি। ছবি: জাগো নিউজ
-
আগামী ২৭ জুলাই অনুষ্ঠেয় বিরোধী দলের কর্মসূচি দেখে সরকারের মাথা খারাপ হয়ে গেছে বলে মন্তব্য করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দল- জেএসডির সভাপতি আ স ম আবদুর রব। অভিযোগ করে তিনি বলেন, তারা শান্তি সমাবেশ আহ্বান করে অশান্তি সৃষ্টি করতে চাচ্ছে। সমাবেশে কী হবে সেই চিন্তায় তারা গায়েবি মামলা দিতে শুরু করেছে। মারা যাওয়ার ২০ বছর পরেও মামলার আসামি করা হয়েছে কাউকে কাউকে। ছবি: জাগো নিউজ
-
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বক্তব্যে বিএনপির চলমান শান্তিপূর্ণ কর্মসূচির ওপর আওয়ামী লীগ নেতাকর্মীদের ঝাঁপিয়ে পড়ার উৎসাহ দেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী। আজ দুপুর সাড়ে ১২টার দিকে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। ছবি: জাগো নিউজ
-
চীনের পররাষ্ট্রমন্ত্রীর পদ থেকে কিন গ্যাংকে সরিয়ে দেওয়া হয়েছে। এক মাস লোকচক্ষুর অন্তরালে ছিলেন তিনি। আজ কিন গ্যাংকে পদচ্যুত করার ঘোষণা দেওয়া হয়েছে। চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ছবি: সংগৃহীত