আজকের আলোচিত ছবি: ২৪ জুলাই ২০২৩
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে নানান ঘটনা। এসব ঘটনার ছবি নিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
লক্ষ্মীপুরে মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রীদের নিয়ে বাল্যবিয়ে প্রতিরোধে এক কর্মশালার আয়োজন করা হয়েছে। এতে শতাধিক ছাত্রী বাল্যবিয়ে করবে না বলে শপথ নিয়েছেন। আজ দুপুরে সদর উপজেলার মার্চ ফাউন্ডেশনের উদ্যোগে হাসন্দি বিজয়নগর নারী শিক্ষা নিকেতনের হলরুমে এ আয়োজন করা হয়। সুইডেনের ভাস্টিরাস থরেন স্কুল ও হাসন্দি বিজয়নগর নারী শিক্ষা নিকেতন এ কর্মশালা বাস্তবায়নে সহযোগীতা করেছে। এ কর্মশালার প্রতিপাদ্য ছিল ‘বাল্যবিয়েকে না বলি, আঠারোর আগে বিয়ে নয়’।
-
ভারতের মণিপুর রাজ্যে দুই কুকি নারীকে নগ্ন করে হাঁটানোর ঘটনায় উদ্বেগপ্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। ঘটনাটি প্রায় তিন মাস আগে ঘটলেও এ সপ্তাহে তার ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। এর পরপরই সমালোচনার ঝড় ওঠে বিশ্বজুড়ে। ওই দুই নারীর একজন দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছিলেন বলে অভিযোগ উঠেছে। বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের একজন মুখপাত্র মণিপুরের ওই ঘটনাকে ‘বর্বরোচিত’ এবং ‘ভয়ংকর’ বলে উল্লেখ করেছেন।
-
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার হাজিরহাট এলাকার পাশাপাশি প্রায় দেড় কোটি টাকা ব্যয়ে নির্মিত দুটি সেতু এলাকাবাসীর গলার কাঁটায় পরিণত হয়েছে। ঝকঝকে রঙিন সেতু হলেও তা মই বেয়ে উঠতে হয়। চলতি মাসের বন্যায় সংযোগ সড়কের দুইপাশের মাটি সরে গিয়ে সেতু দুটি চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। এতে দুর্ভোগে পড়েছেন ওই এলাকার প্রায় ৩০ হাজার বাসিন্দা।
-
মাকসুদা বেগম ডেইজি। বয়স ৫৬ ছুঁই ছুঁই। পটুয়াখালী থেকে ঢাকায় এসেছেন গত ১০ জুলাই রাতে। পরদিন ১১ জুলাই সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ টিচার্স অ্যাসোসিয়েশনের (বিটিএ) ডাকে বেসরকারি মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে শিক্ষকদের অবস্থান কর্মসূচিতে অংশ নেন। এরপর টানা ১৪ দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রেস ক্লাবের সামনেই কাটছে তার। সন্তান-সংসার ফেলে শেষ বয়সে দাবি আদায়ের আন্দোলনে নেমেছেন। তার ভাষ্য, এ দাবি নিয়ে বহু আন্দোলন করেছি, এবারই শেষ ভরসা। আজ দুপুরেও প্রেস ক্লাবের মূল ফটকের উল্টো দিকে রাস্তায় পত্রিকা বিছিয়ে বসে থাকতে দেখা যায় তাকে।
-
শ্লীলতাহানির অভিযোগে করা মামলায় ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ ও তুহিন সিদ্দিকী অমিসহ তিনজনের বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন চিত্রনায়িকা পরীমণি। আজ ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৯ এর বিচারক শাহিনা হক সিদ্দিকার আদালতে উপস্থিত হয়ে সাক্ষ্য দেন তিনি। সাক্ষ্য দেওয়ার একপর্যায়ে আইনজীবীদের প্রশ্নের উত্তরে পরীমণি কান্না করে বলেন, এত লোকের মাঝে আমি কীভাবে এ বিষয় বলবো। এসময় বিচারক বলেন, প্রকাশ্য আদালতে আপনার বলতে সমস্যা হলে ক্যামেরা ট্রায়ালের আবেদন করেন।