আজকের আলোচিত ছবি: ২৩ জুলাই ২০২৩
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে নানান ঘটনা। এসব ঘটনার ছবি নিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) আয়োজনে খাদ্য সম্মেলনে যোগ দিতে ইতালির উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ ভোরে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে (কিউআর-৬৪৩) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রোমের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন প্রধানমন্ত্রী। ছবি: ইয়াসিন কবির জয়
-
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বিএনপির কোনো রাজনৈতিক কর্মসূচিতে সরকার বাধা দিচ্ছে না। আজ দুপুরে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) চার দশক উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। ছবি: তৌহিদুজ্জামান তন্ময়
-
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ছেলেমেয়ে স্কুল থেকে ফিরলে কত নম্বর পেয়েছো তা আর জিজ্ঞাসা করবেন না, বরং জিজ্ঞাসা করুন- আজ নতুন কী কী শিখলে। আজ বিকেল সাড়ে ৪টার দিকে রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ‘ন্যাশনাল স্টিম অলিম্পিয়াড-২০২৩’ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ছবি: হাসান আদিব
-
বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় নেতৃত্বের গঠনতন্ত্র লঙ্ঘন ও লেজুড়বৃত্তিক অবস্থানের অভিযোগ তুলে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সব নেতা একযোগে পদত্যাগ করেছেন। আজ বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আসিফ মাহমুদ। ছবি: জাগো নিউজ
-
রংপুরের গঙ্গাচড়া উপজেলার গজঘণ্টা ইউনিয়নের ঐতিহ্যবাহী খারুভাজ বিলে পার্ক নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। ফলে জেলার বিনোদন তালিকায় নতুন করে যুক্ত হচ্ছে খারুভাজ বিল। এরই মধ্যে পার্কের ৪০ শতাংশ কাজ শেষ হয়েছে। ছবি: জিতু কবীর
-
কম্বোডিয়ার জাতীয় নির্বাচনের ভোটগ্রহণ প্রক্রিয়া এরই মধ্যে শেষ হয়েছে। এই নির্বাচনে দেশটির বর্তমান প্রধানমন্ত্রী হুন সেনের দল কম্বোডিয়ান পিপলস পার্টি (সিপিপি) খুব সহজেই জয় পাবে বলে ধারণা করা হচ্ছে। কারণ এই নির্বাচনে দেশটির প্রধান বিরোধীদল অংশ নিতে পারেনি। ছবি: সংগৃহীত