আজকের আলোচিত ছবি: ২২ জুলাই ২০২৩
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে নানান ঘটনা। এসব ঘটনার ছবি নিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জনগণের আস্থা ও ভরসা সেনাবাহিনীর জন্য গুরুত্বপূর্ণ বিষয়। বাংলাদেশের সেনাবাহিনী তাদের কর্মদক্ষতা দিয়ে তা অর্জন করেছে। ছবি: ইয়াসিন কবির জয়
-
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, লিঙ্গ-ভিত্তিক সহিংসতা একটি বদ্ধমূল সমস্যা এবং এর প্রভাব অনেক বেশি বিস্তৃত। আজ রাজধানীর একটি হোটেলে ‘জেন্ডার-বেইজড ভায়োলেন্স বেঞ্চ বুক লঞ্চ’ শীর্ষক এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। ছবি: জাগো নিউজ
-
বেসরকারি মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে টানা ১২ দিনের মতো অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন এমপিওভুক্ত শিক্ষকরা। প্রতিদিনের মতো আজ সকাল সাড়ে ৯টা থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে এ কর্মসূচি শুরু করেন তারা। পল্টন মোড় থেকে হাইকোর্ট অভিমুখী রাস্তারে একপাশ বন্ধ করে কর্মসূচি পালন করা হয়। ছবি: জাগো নিউজ
-
সরকার পতনের চলমান আন্দোলনে তরুণ প্রজন্মের সম্পৃক্ততা বাড়াতে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপি ‘তারুণ্যের সমাবেশ’ করে। এর আয়োজন করেছে বিএনপির তিন অঙ্গসংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল। ছবি: জাগো নিউজ
-
বিএনপির ‘তারুণ্যের সমাবেশ’র কিছুটা দূরেই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের হাকিম চত্বরে অবস্থান নেয় ছাত্রলীগের নেতাকর্মীরা। ছবি: জাগো নিউজ
-
ঠিক যখন তীব্র তাপমাত্রায় পুড়ছে ইউরোপের দেশ ইতালির কিছু অংশ, ঠিক তখনই বিরল প্রাকৃতিক দুর্যোগের মুখোমুখি হলো দেশটির উত্তর ভেনেটো অঞ্চল। জানা যায়, গত বুধবার (১৯ জুলাই) রাতভর শিলাবৃষ্টি হয়েছে ওই অঞ্চলে। আর এক একটি শিলার আকার ছিল টেনিস বলের সমান। ছবি: সংগৃহীত