আজকের আলোচিত ছবি: ২১ জুলাই ২০২৩
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে নানান ঘটনা। এসব ঘটনার ছবি নিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, পরিবেশের জন্য ক্ষতিকর ওয়ান টাইম প্লাস্টিকের ব্যবহার কমানো, পুনঃব্যবহার করা সম্ভব না হলে বর্জন করার বিষয়ে জনসচেতনতা সৃষ্টিতে স্কাউটদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। আজ রাজধানীতে বাংলাদেশ স্কাউটসের ‘সমাজ উন্নয়ন অ্যাওয়ার্ড’ বিতরণ এবং ‘প্লাস্টিক টাইড টার্নার ব্যাজ’ দেওয়ার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন পরিবেশমন্ত্রী। ছবি: জাগো নিউজ
-
বিদেশিদের মন্তব্য গণমাধ্যমে অতিপ্রচারের ফলে দেশের অভ্যন্তরীণ বিষয়ে কথা বলে তারা মজা পান বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। আজ দুপুরে জেলা শিল্পকলা একাডেমি সিলেটের উদ্যোগে নগরের পূর্ব শাহী ঈদগাহস্থ একাডেমি মিলনায়তনে সম্মাননা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। ছবি: জাগো নিউজ
-
জনবিছিন্ন হয়ে আওয়ামী লীগ এখন সন্ত্রাসের পথে হাঁটছে বলে মন্তব্য করেছেন বিএনপির ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালাম। আজ বিকেলে নয়াপল্টনের ভাসানী মিলনায়তনে এক যৌথসভায় তিনি এসব মন্তব্য করেন। ছবি: জাগো নিউজ
-
ভোলায় জেলের জালে ধরা পড়েছে ২ কেজি ২০০ গ্রাম ওজনের এক ইলিশ। ঘাটে নিলামের মাধ্যমে ৬ হাজার ২০০ টাকায় বিক্রি হয়েছে মাছটি। আজ বিকেলে সদর উপজেলার তুলাতুলি মৎস্য ঘাটে ইলিশটি বিক্রি হয়। মাছটি কিনেন মাছ ব্যবসায়ী মো. জসিম উদ্দিন।
-
ভারতের মণিপুর রাজ্যে নগ্ন করে যে দুই নারীকে রাস্তায় হাঁটানো হয়েছে, তাদের একজন অভিযোগ করেছেন, পুলিশই তাদের ওই উন্মত্ত তরুণদের হাতে তুলে দিয়েছে। ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ অভিযোগ করেন। ছবি: সংগৃহীত