আজকের আলোচিত ছবি: ২০ জুলাই ২০২৩
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে নানান ঘটনা। এসব ঘটনার ছবি নিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত বেলজিয়ামের রাষ্ট্রদূত দিদিয়ের ভান্ডারহাসেল্ট। ছবি: জাগো নিউজ
-
মানুষের কোনো ক্ষতি করলে ছাড় দেয়া হবে না, ছেঁকে ছেঁকে ধরা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আখাউড়া-লাকসাম ৭২ কিলোমিটার ডুয়েল গেজ রেলপথ উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন প্রধানমন্ত্রী। আজ গণভবন থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে রেলপথটি উদ্বোধনকালে এ কথা বলেন। ছবি: ইয়াসিন কবির জয়
-
ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকার সব পেট্রোলপাম্প ও সিএনজি স্টেশন এবং বিপণিবিতানে পাবলিক টয়লেট স্থাপনের নির্দেশনা দিয়েছেন মেয়র মো. আতিকুল ইসলাম। আজ দুপুরে রাজধানীর গুলশানে একটি হোটেলে এক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এ নির্দেশনা দেন তিনি। ছবি: জাগো নিউজ
-
নির্বাচনে জেতার গ্যারান্টি না পেলে বিএনপি নির্বাচনে আসবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ রাজধানীর বনানীতে সেতুভবনে ব্রিটিশ হাইকমিশনার সারাহ ক্যাথেরিন কুকের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ কথা বলেন। ছবি: জাগো নিউজ
-
মার্কিন সাবেক পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জার চীন সফরে গেছেন। আজ দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বেঠক করেছেন সাবেক এই মার্কিন কূটনীতিক। ছবি: সংগৃহীত