আজকের আলোচিত ছবি: ১৭ জুলাই ২০২৩
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে নানান ঘটনা। এসব ঘটনার ছবি নিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আজ তার কার্যালয়ের মন্ত্রিপরিষদ সভাকক্ষে মন্ত্রিপরিষদ বৈঠক শেষে বান্দরবানের জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি জেলা প্রশাসনের উদ্যোগে কলাগাছের তন্তু থেকে তৈরি কলাবতী শাড়ী, গহনা, ব্যাগ ও হস্তশিল্পজাত পণ্য দেখান। ছবি: ইয়াসিন কবির জয়
-
ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনে ভোটকেন্দ্র পরিদর্শনের সময় হামলার শিকার হন স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন আলম হিরো আলম। ছবি: মাহবুব আলম
-
বিকেল ৩টা ১০ মিনিটে রাজধানীর বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজের ভোটকেন্দ্র পরিদর্শনে গেলে হিরো আলমের উপর হামলার ঘটনা ঘটে। ছবি: মাহবুব আলম
-
এরপর বেটার লাইফ হাসপাতালে নেওয়া হয় হিরো আলমকে। ছবি: মাহবুব আলম
-
কিছু কিছু প্রার্থী ঘুরে ঘুরে নির্বাচনে দাঁড়ায় প্রচার পাওয়া ও অভিযোগ করার জন্য বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। আজ সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। ছবি: জাগো নিউজ
-
ক্রিমিয়া সেতুতে আবারও বড় বিস্ফোরণে ঘটনা ঘটেছে। এতে অন্তত দুইজন নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। সেতুটি ক্রিমিয়া উপদ্বীপ ও রাশিয়ার ক্রাসনোদর অঞ্চলকে সংযুক্ত করেছে। ২০১৪ সালে ইউক্রেনের কাছ থেকে ক্রিমিয়া দখল করে রাশিয়া। ছবি: সংগৃহীত