আজকের আলোচিত ছবি: ১৬ জুলাই ২০২৩
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে নানান ঘটনা। এসব ঘটনার ছবি নিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে শিক্ষার গুনগত মান উন্নয়নে সংশ্লিষ্ট সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন। আজ রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজের অধ্যক্ষদের জাতীয় কাউন্সিল এবং বৃত্তি বিতরণ-২০২৩ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। ছবি: ইয়াসিন কবির জয়
-
দেশে শান্তি-শৃঙ্খলা ও স্থিতি বজায় রাখা সরকারি দলের দায়িত্ব বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। আজ সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে সমসাময়িক বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। ছবি: জাগো নিউজ
-
দিনাজপুর-ফুলবাড়ী মহাসড়কের পাচঁবাড়ী এলাকায় ট্রাকের ধাক্কায় বাস খাদে পড়ে চালকের সহকারী নিহত হয়েছেন। এ ঘটনায় ২০ শিক্ষার্থীসহ অর্ধশত যাত্রী আহত হয়েছেন। আজ দুপুর ২টার দিকে সদর উপজেলার ৫ নম্বর শশরা ইউনিয়নের পাঁচবাড়ী হাটের সামনে এ দুর্ঘটনা ঘটে। ছবি: জাগো নিউজ
-
দিনাজপুর-ফুলবাড়ী মহাসড়কের পাচঁবাড়ী এলাকায় ট্রাকের ধাক্কায় বাস খাদে পড়ে চালকের সহকারী নিহত হয়েছেন। এ ঘটনায় ২০ শিক্ষার্থীসহ অর্ধশত যাত্রী আহত হয়েছেন। আজ দুপুর ২টার দিকে সদর উপজেলার ৫ নম্বর শশরা ইউনিয়নের পাঁচবাড়ী হাটের সামনে এ দুর্ঘটনা ঘটে। ছবি: জাগো নিউজ
-
ঔপনিবেশিক আমলের সহস্র ইতিহাস ধরে রাখা কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়াল হল ভারতের অন্যতম পর্যটনকেন্দ্র। এবার সাদা রঙের ঐতিহাসিক ভবনটি ফ্রান্সের জাতীয় পতাকার তিন রং নীল-সাদা-লাল আলোয় সেজেছে। ছবি: সংগৃহীত