আজকের আলোচিত ছবি: ১৫ জুলাই ২০২৩
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে নানান ঘটনা। এসব ঘটনার ছবি নিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের বহির্বিভাগে ১০ টাকায় টিকিট কেটে নিজের চোখ পরীক্ষা করিয়েছেন। ছবি: ইয়াসিন কবির জয়
-
চিকিৎসা নিতে আসা রোগীদের সঙ্গে হাসপাতাল ত্যাগ করার সময় প্রধানমন্ত্রী ছবিও তোলেন। ছবি: ইয়াসিন কবির জয়
-
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করে ১ হাজার ৬০০ মেগাওয়াট ক্ষমতার আলট্রা সুপার ক্রিটিক্যাল গোড্ডা বিদ্যুৎকেন্দ্রের পুরো সক্ষমতায় উৎপাদন বুঝিয়ে দিতে পেরে নিজেকে সম্মানিত মনে করছেন বলে জানিয়েছেন ভারতের আদানি গ্রুপের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান গৌতম আদানি। আজ তিনি গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। ছবি: সংগৃহীত
-
রাস্তায় নেমে জনগণের শক্তি দিয়েই ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারকে পদত্যাগে বাধ্য করা হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপিপন্থি পেশাজীবীদের এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন। ছবি: জাগো নিউজ
-
বগুড়ার সারিয়াকান্দিতে বাড়ছে যমুনার পানি। প্রায় এক সপ্তাহ ধরে এ পানিবৃদ্ধি অব্যাহত রয়েছে। এতে বন্যার আশঙ্কায় আতঙ্কে দিন কাটছে চরাঞ্চলের হাজারো পরিবারের। ছবি: জাগো নিউজ
-
দক্ষিণ কোরিয়ায় বন্যা-ভূমিধসে অন্তত সাতজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিখোঁজ রয়েছে তিনজন। তাছাড়া এ ঘটনায় আহত হয়েছে সাতজন। বন্যাকবলিত এলাকা থেকে সরিয়ে নেওয়া হয়েছে কয়েক হাজার মানুষকে। টানা তিনদিনের ভারী বৃষ্টির কারণে সেখানে ভূমিধসের ঘটনা ঘটছে। আজ দেশটির কর্মকর্তারা এ তথ্য জানিয়েছে। ছবি: সংগৃহীত