আজকের আলোচিত ছবি: ১৪ জুলাই ২০২৩
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে নানান ঘটনা। এসব ঘটনার ছবি নিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় দুধকুমার নদের বন্যা নিয়ন্ত্রণ বাঁধ উপচে ২০ গ্রাম প্লাবিত হয়েছে। আজ সকালে উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের তেলিয়ানী পাড়ায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধটি উপচে সহস্রাধিক পরিবার পানিবন্দি হয়েছেন। ছবি: ফজলুল করিম ফরাজী
-
স্মার্ট বাংলাদেশ তৈরিতে বেসরকারি খাতের অবদান ও বর্তমান অর্থনৈতিক প্রেক্ষাপটে করণীয় বিষয়ে ব্যবসায়ী সম্মেলন আয়োজন করতে যাচ্ছে দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বারস অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। এ সম্মেলনে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ মতিঝিলে এফবিসিসিআই ভবনে সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত তুলে ধরেন এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন। ছবি: জাগো নিউজ
-
বাইরের কোনো দেশকে চাপ দিয়ে বাংলাদেশকে কোনো কিছুই করানো সম্ভব নয় বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক। আজ দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার জয়নগর লিয়াকত আলী উচ্চ বিদ্যালয় মাঠে তিনি এসব কথা বলেন। ছবি: আবুল হাসনাত মো. রাফি
-
দেশের অন্যতম রিটেইল চেইন শপ ‘স্বপ্ন’ এখন কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে। আজ বিকেল ৩টায় স্বপ্নের নতুন এই আউটলেট উদ্বোধন করা হয়। নতুন আউটলেট উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভুরুঙ্গামারীর উপজেলা চেয়ারম্যান নুরুন্নবী চৌধুরী খোকন। ছবি: জাগো নিউজ
-
পূর্ব ঘোষণা অনুযায়ী, স্থানীয় সময় শুক্রবার দুপুর ২টা ৩৫ মিনিটে চাঁদের উদ্দেশে পাড়ি দেয় ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর চন্দ্রযান-৩। কাউন্টডাউন শুরু হয়েছিল আগে থেকেই। শুক্রবার শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টারের লঞ্চিংপ্যাড থেকে চন্দ্রযান-৩ উৎক্ষেপণ করা হয়। এই মুহূর্তের জন্য আগে থেকেই প্রহর গুনছিলেন দেশবাসী। ছবি: সংগৃহীত