আজকের আলোচিত ছবি: ১১ জুলাই ২০২৩
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে নানান ঘটনা। এসব ঘটনার ছবি নিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগণের স্বাস্থ্য ঝুঁকি মোকাবেলায় পিছিয়ে থাকা দেশগুলোর নিজস্ব সক্ষমতা বৃদ্ধির জন্যে জনস্বাস্থ্য সম্পর্কিত লক্ষ্য অর্জনে কার্যকর বৈশ্বিক অংশীদারিত্ব প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন। প্রধানমন্ত্রী আজ রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত ‘জনস্বাস্থ্য ও কূটনীতি’ বিষয়ক দুদিনের আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে এ আহ্বান জানান। ছবি: ইয়াসিন কবির জয়
-
বৈঠক শেষে ব্রিফ করছেন ইইউ’র নির্বাচন পর্যবেক্ষণ বিশেষজ্ঞ চেলেরি রিকার্ডো। আজ রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ইউরোপীয় ইউনিয়নের প্রাক-নির্বাচনী অনুসন্ধানী দল নির্বাচন কমিশনের সঙ্গে ঘণ্টাব্যাপী বৈঠক শেষে এ ব্রিফ করেন চেলেরি রিকার্ডো। ছবি: জাগো নিউজ
-
বাংলাদেশ ও ভারতের মধ্যে রুপিতে আমদানি-রপ্তানি বাণিজ্যে বাংলাদেশে দায়িত্বপ্রাপ্ত সোনালী ব্যাংক পিএলসির স্থানীয় কার্যালয়ে বিশেষ সেবা কাউন্টার ও হেল্প ডেস্ক চালু করা হয়েছে। আজ স্থানীয় কার্যালয় প্রাঙ্গণে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে রুপি বাণিজ্যের জন্য বিশেষ সেবা কাউন্টার ও হেল্প ডেস্কের উদ্বোধন করেন ব্যাংকের সিইও অ্যান্ড ম্যানেজিং ডিরেক্টর মো. আফজাল করিম। ছবি: জাগো নিউজ
-
বিএনপি তাদের কর্মসূচিগুলো জনগণকে দেখাতে চায় না, বিদেশিদের দেখাতে চায়। এমন মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। আজ সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন। ছবি: ইসমাইল হোসেন রাসেল
-
সমুদ্রের প্রবাল রক্ষায় জনসচেতনতা সৃষ্টিতে ব্যতিক্রমধর্মী কনসার্টের আয়োজন করা হয় যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে। এটি আর দশটি সাধারণ কনসার্টের মতো নয়, কারণ এর আয়োজন করা হয় সমুদ্রের তলদেশে। ছবি: সংগৃহীত